নিজেদের প্রথম ম্যাচেই হেরেছিল পোল্যান্ড এবং অস্ট্রিয়া। গ্রুপ ‘ডি’ থেকে পরের পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে, শুক্রবার দুই দলেরই ম্যাচ জেতার প্রয়োজন ছিল। এমন পরিস্থিতিতে পোল্যান্ডকে কাঁদিয়ে ৩-১ বড় জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ ‘ডি’র লড়াই জমিয়ে দিল অস্ট্রিয়া। এদিকে ইউরো থেকে বিদায়ের পথে পোল্যন্ড।
আগের ম্যাচে ফ্রান্সের কাছে আত্মঘাতী গোলে অস্ট্🌟রিয়ার হারের যন্ত্রণায় এদিন কিছুটা হলেও মলম পড়েছে। প্রতিযোগিতামূলক ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে এটাই অস্ট্রিয়ার প্রথম জয়। চোটের কারণে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে না পারা রবার্ট লেওয়ানডস্কি এদিন বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন ঠি𝔍কই, তবে কিছুই করে উঠতে পারেননি তিনি।
আরও পড়ুন: ඣহ্যারি কেনের গোলে এগিয়ে গিয়েও হতাশার ড্র, ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক
এ দিন শুরু থেকে পোল্যান্ডকে চাপে রেখেছিল অস্ট্রিয়া। বিপক্ষের বক্সে একের পর এক ক্রস বাড়িয়ে চলেছিল। শুরু থেকে ধারাবাহিক আক্রমণের ফল পেতে বেশি দেরিও হয়নি। ম্যাচের ৯ মিনিটেই এর সুফল পায় অস্ট্রিয়া। লম্বা থ্রো করেছিলেন ফিলিপো মোয়েনে। পোল্যান্ডের ডিফেন্ডারেরা তা আটকে দিলেও আবার ক্রস উঠে যায় বক্সে। অস্ট্রিয়ার সেন্টার ব্যাক জার্নট ট্রোনার নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন। এটি উয়েফার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার দ্রুততম গোল🔯।
পোল্যান্ড পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি। তারা গোলশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। এদিকে অস্ট্রিয়াও এদিꦿন আগ্রাসী মেজাজে ছিল। ক্রিস্টোফ বাউমগার্টনার এবং মার্কো আর্নতোভিচের শট আটকে পোলিশ ব্রিগেডকে স্বস্তি দেন গোলকিপার সেজনি। তবে ৩০ মিনিটে প্রতি আক্রমণে উঠে সমতা ফেরায় পোল্যান্ড। আসলে অস্ট্রিয়ার ডিফেন্ডারদের ভুলেই গোল হজম করতে হয় তাদের। পোলিশ স্ট্রাইকার ক্রিস্টোফ পিয়াতেক ছ'গজ দূর থেকে শট নেন। সেটি গিয়ে সোজা জালে জড়ায়। বিরতিতে আর কোনও গোল হয়নি। ১-১ অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
আরও পড়ুন: ফের দাপুটে🐎 জয়, হাঙ্গেরিকে ২-০ উড়িয়ে প্রি-কোয়ার্টার নিশ্চিত করে ফেলল জার্মানি
দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া ফের আক্রমণের ঝাঁজ বাড়ায়। ৬৬ মিনি🌠টে তারা দ্বিতীয় গোলও পেয়ে যায়। বাউমগার্টনার ২-১ করেন। বাঁ-দিকের উইং থেকে বল পেয়েছিলেন বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা বাউমগার্টনার। তিনি সেই বল জালে জড়াতে কোনও ভুল করেননি। তবে এর মিনিট দুয়েকের মধ্যে পোল্যান্ড কাউন্টার অ্যাটাকে উঠে সমতা ফেরানোর সুযোগ পেয়ে গিয়েছিল। তবে সেই শট প্রতিহত করেন অস্ট্রিয়ার গোলকিপার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।