শুভব্রত মুখার্জি:- ইংল্যান্ড ফুটবল দল তো বটেই বিশ্ব ফুটবলের ইতিহাসেও অন্যতম তারকা ফুটবলার ওয়েন রুনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতন বিশ্ব ফুটবলের জনপ্রিয় ক্লাবের হয়ে দাপিয়ে খেলেছেন তিনি। ফুটবল ছেড়েছেন দীর্ঘদিন। এরপর কোচ হিসেবে নিজের ইনিংস শুরু করলেও তাঁর প্রথম ইনিংসটা খুব একটা ভালো কাটেনি। দল ভালো পারফরম্যান্স করতে না পারার ফলে বরখাস্ত হতে হয়েছিল তাঁকে। এবার নিজের কোচিং কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন তারকা ফুটবলার। এবার প্লিমিথ অর্গাইল নামক এক দ্বিতীয় ডিভিশন ক্লাবের হেড কোচেরꦓ দায়িত্ব নিয়েছেন ওয়েন রুনি।
আরও পড়ুন… অরেঞﷺ্জ ক্যাপ দিয়ে আইপিএল ট্রফি জেতা যায় না- ফের RCB ও বিরাট কোহলিকে খোঁচা দিলেন অম্বাতি রায়ডু!
প্রসঙ্গত খারাপ পারফরম্যান্সের কারণে বার্মিংহাম সিটি থেকে বরখাস্𝕴ত হতে হয়েছিল তাঁকে। এরপর কয়েকটা মাস অপেক্ষা করার পরে ফের হেড কোচের দায়িত্বে ফিরছেন রুনি। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির দল প্লিমিথ অর্গাইল।তাদের প্রথম ডিভিশনে তোলার লক্ষ্য নিয়েই দলের দায়িত্ব নিয়েছেন তিনি।এবারের মরশুমে দ্বিতীয় ডিভিশনে ২১তম স্থানে থেকে চ্যাম্পিয়নশিপ মরশুম শেষ করেছে প্লিমিথ। ৪৬ ম্যাচের মধ্যে মাত্র ১৩টি ম্যাচে জেতে তারা।ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তথা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে দায়িত্ব দেওয়ার কথা সম্প্রতি নিশ্চিত করেছে দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়নশিপের দলটি। ইജয়ান ফস্টারের জায়গায় দায়িত্ব নেবেন রুনি। উল্লেখ্য প্লিমিথের দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাস পরই গত এপ্রিলে ফস্টারকে বরখাস্ত করে ক্লাব।
আরও পড়ুন… গিল নয়, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য এগিয়ে শ্রেয়স- KKR ক্যাপ্টেনকে নিয়ে প্র🎶াক্তনীর ভবিষ্যদ😼্বাণী
এবার ইংলিশ এই কোচের জায়গায় দায়িত্ব নিলেন ৩৮ বছর বয়সি রুনি। প্রসঙ্গত ২০২১ সালে পাকাপাকিভাবে কোচিংয়ে আসেন রুনি। ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের দল ডার্বি কাউন্টির কোচের দায়িত্ব নেন তিনি। এর ঠিক পরের বছর মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের প্রধান ক💮োচ হন তিনি। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্লাবের দায়িত্ব নিজেই ছেড়ে যোগ দেন বার্মিংহাম সিটিতে। তবে এখানে একেবারেই ভালো সময় কাটেনি তাঁর। তাঁর কোচিংয়ে দল একের পর এক ম্যাচে হারের মুখ দেখে। ফলে দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ ম্যাচ এবং ৮৩ দিন পরেই গত জানুয়ারিতে তাকে বরখাস্ত করে দিয়েছিল বার্মিংহাম ক্লাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।