তাঁর জার্সি নম্বর নয়। আর ওড়িশা ম্যাচে নয় মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। সেই কানে🐭কশন থেকেই স্পেশাল কিছু করতে পারেন বলে মনে হয়েছিল দিমিত্রি পেত্রাতোসের। আর সেই স্পেশাল কাজটা করেই ছাড়লেন মোহনবাগান সুপার জায়ান্টের ‘দিমি গড’। অতিরিক্ত সময়ের তিন মিনিটে (৯৩ মিনিট) দুর্দান্ত গোল করে মোহনবাগানকে পরপর দু'বার ভারতসেরা করার পরে দিমি জানান, ৭৭ মিনিটে তাঁকে যখন মাঠে নামানো হয়, তখন কঠোর পরিশ্রম করে দলের জন্য ক💫িছু করতে চেয়েছিলেন। আর সেটা শেষপর্যন্ত করতে পারায় গর্বিত বোধ করছেন। আর ৯০ মিনিটে যখন বোর্ডে দেখানো হয় যে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে, তখন মনে হয়েছিল যে এটাই হয়তো তাঁর নায়ক হওয়ার সুযোগ।
‘আমরা জার্সির জন্য খেলি’, ম্যাচ জিতে আবেগতাড়িত দিমি
রবিবার ম্যাচের সেরা পুরস্কার নিতে এসে দিমি বলেন, ‘আমরা𝐆 জার্সির জন্য খেলি। আমরা সব সমর্থকদের জন্য খেলি। যাঁরা শুধু আজ এসেছেন, তাঁরা নন। পুরো মরশুমে যাঁরা আমাদের সমর্থন করেছেন, তাঁদের জন্য খেলি আমরা। এটা আমাদের মাঠ।’ যে দিমি ৭৭ মিনিটে মাঠে নেমে গোল লক্ষ্য করে ছ'টি শট নেন। তার মধ্যে তিনটি 𒆙শট ছিল তেকাঠিতে। আর যে শটটা জালে জড়িয়ে দেয়, তা বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি-কোটি মোহনবাগান সমর্থককে উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছে।
আরও পড়ুন: ইতিহাস মোহনবাগানের!💟!! দিমির স্টেইন গানে পরপর ২ বার ভারতসেরা হল সবুজ-মেরুন
উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন মোহনবাগান খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফরাও। ৯৩ মিনিটে দিমি গোলটা করার পর থেকেই প্রতিটি মাইক্রো সেকেন্ডে শেষ বাঁশি বাজার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। আর শেষ বাঁশিটা যখন বাজে, তখন তাঁরা বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আনন্দে মাঠের মধ্যে লাফাতে থাকেন। সবাই মিলে সেলিব্রেট করতে থাকেন। যে হেড কোচ জোসে মোলিনাকে বরাবর শান্ত, চুপচাপ দেখা যায়, তি🍰নিও বাচ্চাদের মতো উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করে দেন।
আরও পড়ুন: ISL 🅘Latest Update: কটাক্ষের ঝড় থেকে হিরো- চোখে জল দিমির, ঝাপ্পি গোয়েঙ্কার, শূন্যে ভাসাল মোহনবাগান
‘চ্যাম্পিয়ন ২০২৪-২৫’ লেখা জার্সি পরে উচ্ছ্বাস মোহনবাগানের
তারইমধ্যে ‘চ্যাম্পিয়ন ২০২৪-২৫’ লেখা জার্সি পরে ফেলেন মোহনবাগানের খেলোয়াড়, সাপোর্ট স্টাফরা। জার্সিটা আগে থেকেই রাখা ছিল। দিমির গোলটার পরেই বের করে নিয়ে আসা হয়। ততক্ষণে আবার আইএসএল শিল্ডের একটা প্রতিকৃতিও চলে আসে খেলোয়াড়দের কাছে। ಞসম্ভবত শ💮োলার তৈরি সেই শিল্ড দিয়ে তুমুল উচ্ছ্বাসে ভেসে যান।
আরও পড়ুন: IIT Baba Trolled: পাকিস্তানই জিতবে বলেꦺ 'ভবিষ্যদ্বাণী' করেছিলেন, ভারত জিততেই ট্𒁃রোলের মুখে IIT বাবা
হাতে কবে শিল্ড পাবে মোহনবাগান?
গতবার🃏 লিগের শেষদিনে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ায় সেদিনই শিল্ড এসেছিল। সেদিনই হাতে শিল্ড তুলে দেওয়া হয়েছিল। কিন্তু এবার এখনও লিগ শেষ হয়নি। তাই আজ শিল্ড দেওয়া হল না। আগামী ৮ মার্চ এফসি গোয়ার বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান যে গ্রুপ ♑লিগের শেষ ম্যাচ খেলবে, তখনই সবুজ-মেরুন ব্রিগেডের হাতে শিল্ড তুলে দেওয়া হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।