২৯ জুলাই থেকে শুরু হওয়ার কথা এটিকে মোহনবাগানের অনুশীলন। পাঁচ বিদেশিকে ইতিমধ্যেই সই করিয়ে ফেলেছে এটিকে মোহনবাগান। সবুজ মেরুন ব্রিগেডের লক্ষ্য এখন এএফসি কাপ। বৃহস্পতিবার হয়েছে এ🌜এফসি কাপের ড্র। সেখানেই স্পষ্ট হয়ে যায় ৭ সেপ্টেম্বর কলকাতায় এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে❀ খেলতে নামবে এটিকে মোহনবাগান।তবে এখনই পোগবাদের প্রতিপক্ষের নাম জানা যায়নি।
তবে সূত্রের খবর এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে সহজ প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারে এটিকে মোহনবাগান। কারণ আশিয়ান জোনের চ্যাম্পিয়নের সঙ্গে এএফসি ইন্টার জোনাল সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার হওয়া এএফসি কাপের ড্রয়ে এই বিষয়ে চূড়ান্ত হওয়া গেছে। ২৩ অথবা ২৪ অগস্ট জানা যাবে,কারা হবে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ। কারণ সেই দিনেই হবে আশিয়ান♛ জোনের ফাইনাল ম্যাচ। তবে এখনও আশিয়ান জোনের দুই সেমিফাইনালিস্টের নাম জানা যায়নি। নিজেদের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টের মাধ্যমে এটিকে মোহনবাগানের তরফ থেকে নিজেদের সেমিফাইনাল ম্যাচের কথা জানান হয়েছে।
আরও পড়ুন… FIFA-কে AIFF-এর সংবিধানের চূড়ান্ত খসড়া 🍬পাঠাল প্রশাসক কমিটি CoA
আরও পড়ুন… FIFA-কে AIFF-এর সংবিধানের ꦬচূড়ান্ত খসড়া পাঠাল প্রশাসক কমিটি CoA
৬ এবং ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইন্টার জোনাল সেমিফাইনাল। ৭ 🥂সেপ্টেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে খেলতে নামবে এটিকে মোহনবাগান। এদিকে এখনও রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটির বিকল্প খুঁজছে এটিকে মোহনবাগান। ডিফেন্স শক্তিশালী হলেও গোল করার ভালো লোক খুঁজছে সবুজ মেরুন কর্তারা। গোল করার ক্ষেত্রে স্বদেশী ফুটবলারদের উপরেই বেশি নির্ভর করতে হবে মোহনবাগানের কোচকে। কারণ স্ট্রাইকার হি🍷সেবে এক জন বিদেশি ফুটবলারকে নিতে পারবে এটিকে মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।