শুভব্রত মুখার্জি: ভারত তথা বিশ্ব মহিলা ক্রিকেটের অন্যতম সেরা ও সফল খেলোয়াড় মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে একাধিক উল্লেখ্যযোগ্য অবদান রয়েছে মিতালির। ব্যাট হাতে একের পর এক অসাধারণ ইনিংসဣ খেলা মিতালির সঙ্গে বিভিন্ন 🌟ইস্যুতে মত বিরোধ হয়েছিল ভারতীয় মহিলা দলের কোচ রমেশ পাওয়ারের। কার্যত এই ঘটনার পরেই ভারতীয় মহিলা দলের কোচের পদে পাওয়ারের জায়গায় আনা হয়েছিলেন ডব্লুভিরামনকে।
প্রসঙ্গত রমেশ পাওয়ারের প্রশিক্ষণে ভারতীয় মহিলা ক্রিকেটের প্রভূত উন্নতি ঘটেছিল। মিতালি রাজের সঙ্গে বিতর্কের কারণেই পাওয়ারকে কোচের পদ থেকে সরে যেতে হয়েছিল। ফে🦂র একবার রমেশ পাওয়ার দায়িত্ব নিয়েছেন ভারতীয় দলের। সামনের বছরেই আয়োজিত হতে চলেছে আইসিসির মহিলা বিশ্বকাপের আসর। রমেশ পাওয়ার ইস্যুতে꧑ মুখ খুলে মিতালি রাজ জানিয়েছেন 'অতীত চলে গিয়েছে। সেখানে আর ফিরে যাওয়া যাবে না। আমি নিশ্চিত উনি (রমেশ পাওয়ার) নিশ্চয় দলের উন্নয়নে অনেক পরিকল্পনা করেছেন। আমরা দু’জনে মিলে দলকে ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছে দেব এটা আশা রাখি।'
বিশ্বকাপ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন ' আম🐎রা একসঙ্গে কাজ করব। ভবিষ্যতে এক শক্তিশালী দল হিসেবে গড়ে তুলব ভারতকে। বিশ্বকাপে আমাদের সবথেকে শক্তিশালী দলটাই খেলবে।' তিনি আরও বলেন ' আমাদের দলে একাধিক নবীনা তারকা রয়েছেন। আমি নিজেও সাতবছর আগে শেষ টেস্ট খেল♛েছি। ফলে আমাদের কারুরই আলাদা করে কোন বোঝা বয়ে বেড়াতে হচ্ছে না। আমরা অনেকদিন এই ফর্ম্যাটে খেলিনি। তাই মুক্ত মনেই খেলতে পারব আশা করি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।