বর্ণোজ্জ্বল ফুটবল কের♏িয়ারে দাঁড়ি টানলেন আন্দ্ꦏরে ইনিয়েস্তা। পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে সম্মোহিত করা 'হ্যারি পটার' পাকাপাকিভাবে মঞ্চ ছাড়ার কথা ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়। ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারের খেলা ছাড়ার ঘোষণায় বিষন্ন আন্তর্জাতিক ফুটবলমহল। অবসরের গ্রহে ঢুকে পড়ার মুহূর্তে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানালেন লিওনেল মেসি।
৪০ বছর বয়সী স্প্যানিশ তারকা সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে নিজের অবসরের কথা ঘোষণা করেন। ক্যাপশনে তাঁর🌜 মন ভারি করা বার্তা, ‘খেলাটা কিন্তু চলতেই থাকবে।’ ইনিয়েস্তা গত সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন অবসরের। ৮ অক্টোবরের কথাও উল্লেখ করেছিলেন তিনি। সেই মতো মঙ্গলবার আবেগঘন বার্তা-সহ নিজের অবসরের কথা জানিয়ে দেন প্রাক্তন বার্সেলোনা তারকা।
ইনিয়েস্তা শেষবার পেশাদার ফুটবলে মাঠে নামেন আমিরশাহি প্রো লিগের ক্লাব এমিরেটসের হয়ে। ২০২৫ পর্যন্ত চুক্তি ব𒅌াড়িয়ে নেওয়ার বিকল্প ছিল তার সামনে। তবে এখানেই থামার সিদ্ধান্ত নেন স্প্যানিশ তারকা।
ইনিয়েস্তা ২০০০ সাল থেকে বার্সেলোনা-বি দলের হয়ে মাঠে নামেন। বার্সেলোনার প্রথম দলের হয়ে তাঁর আত্মপ্রকাশ ২০০২ সালে। ২০১৮ পর্যন্ত বার্সেলোনার হয়ে মাঠে নামেন ইনিয়েস্তা। ২০১৮ সালে বার্সা ছেড়✨ে তিনি যোগ দেন জাপানের ভিসেল কোবে ক্লাবে। ২০২৩ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। ২০২৩ সালে এমিরেটসে যোগ দেন স্প্য়ানিশ তারকা এবং অবসর নেওয়ার আগে পর্যন্ত আমিরশাহির ক্লাবটিই ছিল তাঁর শেষ ঠিকানা। সব মিলিয়ে ক্লাব পর্যায়ে ৯০০-র বেশি ম্যাচ খেলেছেন আন্দ্রে।
স্পেনের সব পর্যায়ের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন ইনিয়েস্তা। ২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ ১২ বছর স্পেনꦛের সিনিয়র দলের হয়ে মাছে নামেন তিনি। ২০১০ বিশ্বকাপ ফাইনালে ইনিয়েস্তার একমাত্র গোল𝄹ে চ্যাম্পিয়ন হয় স্পেন।
ইনিয়েস্তা অবসর নেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় মেসি লেখেন, ‘এমন একজন সতীর্থ, যার পায়ে জাদু ছ🌊িল। যার সঙ্গে খেলা আমি সব থেকে বেশি উপভোগ করেছি। আন্দ্রে ইনিয়েস্তা, বল তোমাকে মিস করবে এবং আমরဣাও। তোমার জন্য শুভকামনা রইল, সর্বদা।’
উল্লেখ্য, দীর্ঘদিন বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি ও ইনিয়েস্তা। কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাবকে এনে๊ দিয়েছেন একাধিক লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের খেতাব। ইনিয়েস্তা বার্সেলোনার হয়ে ৯টি লা লিগে খেতাব জেতেন। চ্যাম্পিয়ন্স লিগে😼র ট্রফি জেতেন ৪টি। সব মিলিয়ে বার্সার জার্সিতে ৩২টি ট্রফি জেতেন ইনিয়েস্তা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।