ইংলিশ 🃏কাউন্টির আলোচিত দল ইয়র্কশায়ারে প্রধান কোচের দায়িত্ব পেলেন ওটিস গিবসন। নতুন ভূমিকায় নাম লিখিয়েই ইতিহাস গড়েছেন বাংলাদেশের প্রাক্তন পেস বোলিং কোচ। ইয়র্কশায়ারের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান কোচ নিযুক্ত হলেন ওটিস গিবসন। ইংলিশ কাউন্টিতে নতুন ক্যারিয়ার শুরু করতে চলেছেন প্রাক্তন ক্যারিবিয়ান পেসার গিবসন। আজিম রফিকের করা বর্ণবাদের অভিযোগের পরে গত মাসে চাকরি হারান ইয়র্কশায়ারের সর্বশেষ প্রধান কোচ অ্যান্ড্রু গল। ফাঁকা পড়ে থাকা কোচের 🦋পদে ইয়র্কশায়ারের টিম ম্যানেজমেন্ট নিয়োগ করেছেন বাংলাদেশের প্রাক্তন সাফল বোলিং কোচ গিবসনকে।
বাংলাদেশে গিবসনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় টাইগারদের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়ান গিবসন। গিবসন নিজেই জ⭕ানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ꧟(বিসিবি) সাথে আর চুক্তি নবায়ন করতে চান না তিনি। এরপরই গিবসন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতান্সের সঙ্গে যুক্ত হন। মুলতান সুলতান্সের বোলিং ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। এই ভূমিকায় গিবসনকে দেখা যাবে অল্প কিছু দিন। এই কিংবদন্তি বোলিং কোচের সঙ্গে ইয়র্কশায়ার ৩ বছরের চুক্তি করেছে।
নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে উচ্ছ্বসিত গিবসন বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি, একই সঙ্গে অনেক র♕োমাঞ্চিত। ইংলিশ কাউন্টি ক্রিকেটে অন্যতম সম্মানজনক দায়িত্ব এটা, তাই আমি মেধাবী সব ক্রিকেটারের সাথে কাজ করতে মুখিয়ে আছি।’ গিবসনকে কোচ হিসেবে নিয়োগ করে ইয়র্কশায়ার নতুন সূর্যোদয়ের ইঙ্গিত দিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।