মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে যেতে হয়েছে রোহন বোপান্নাকে। তবে ফরাসি ওপেনের মেনস ডাবলসে ইতিহাস গড়লেন তিনি। মেনস ডাবল⭕সে কেরিয়ারে প্রথমবার রোলাঁ গারোর সেমিফাইনালে উঠলেন ভারতীয় তারকা। তাও ৪২ বছর বয়সে এসে।
ডাচ টেনিস তারকা মাতুই মিডলকুপকে সঙ্গে নিয়ে বোপান্না কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াই চালান। রীতিমতো হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ইন্দো-ডাচ জুটি জয় তুলে নেন ব্রিটেনের লয়েড গ্লাসপুল ও ফিনল্যান্ডের হারি হেলিওভারা জুটির বিরুদ🍌্ধে।
প্রথম সেট ৪-৬ গেমে হেরে যান বোপান্নারা। দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে ম্যাচে সমতা ফেরান তাঁরা। তৃতীয় সেটে একসময় ৩-৫ গেমে পিছিয়ে ছিলেন বোপান্না-মিডলকুপ। সুতরাং, পান থে🦋কে চুন খসলেই টুর্নামেন🍸্ট থেকে বিদায় নিতে হতো তাঁদের। শেষমেশ নির্ণায়ক সেট টাই-ব্রেকারে টেনে নিয়ে যান বোপান্নারা।
সুপার টাইব্রেকেও একসময় ০-৩ পয়েন্টে পিছিয়ে ছিলেন রোহনরা। শেষমেশ টানা ১০টি পয়েন্ট সংগ্রহ🦄 করে ম্যাচ জেতেন তাঁরা। কোꦉয়ার্টার ফাইনালের চূড়ান্ত স্কোর দাঁড়ায় ইন্দো-ডাচ জুটির অনুকূলে ৪-৬, ৬-৪, ৭-৬ (১০/৩)।
২০১৫-র উইম্বলডনের পরে ফের কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মেনস ডাবলসের সেমিফাইনালে উঠলেন বোপান্না। শেষ চারে বোপান্নাদের লড়াই চালাতে হবে নেদারল্যান্ডসের জিন-জুলিয়েন রজার ও এল সাল꧋ভাদোরের মার্সেলো আরেভালো জুটির বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।