শুভব্রত মুখার্জি: চলতি ফরাসি ওপেনের পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিলেন রোহন বোপান্না-ম্যাটওয়ে মিডলকাপ জুটি। তবে মিক্সড ডাবলসে শেষ হয়ে গেল ভারতীয় চ্যালেঞ্জ। সানিয়া মির্জা আগেই হেরে ছিটকে গিয়েছিলেন। এবার রোহন বোপান্না এবং আন্দ্রেজা ক্লেপাক জুটি দ্বিতীয় রাউন্ডেই হেরে ছিটকে যাওয়ার ফলে শেষ 🎃হয়🉐ে গেল চলতি রোলা গাঁরোতে মিক্সড ডাবলসে ভারতীয়দের শিরোপা জয়ের আশা।
রোহন বﷺোপান্না এবং তার স্লোভেনিয়ানܫ পার্টনার আন্দ্রেজা ক্লেপাক হেরে গেলেন চেশিয়ার লুসি হার্ডেকা এবং ইকুয়েডরের গঞ্জালো এসকোবার জুটির কাছে। ১ ঘণ্টা ১৮ মিনিটের টানটান লড়াইয়ের পরে হার মানলেন বোপান্নারা। খেলার ফল বোপান্না-ক্লেপাক জুটির বিরুদ্ধে ৭ (৭)-৬ (২), ৬-৪। প্রথম সেটে দুই পক্ষ কেউ কারুর সার্ভ ব্রেক করতে পারেননি। বলা ভাল টাইব্রেকারেও খেলার ফল ছিল একটা সময় ২-২। সেখান থেকে পরপর পাঁচটি পয়েন্ট বিপক্ষের কাছে হেরে গিয়ে প্রথম সেক হেরে যান বোপান্না-ক্লে🧸পাক জুটি।
দ্বিতীয় সেটের প্রথমেই বোপান্না-ক্লেপাক জুটির সার্ভ ভেঙে দেন হার্ডেকা-এসকোবার জুটি। সেখান থেকে ম্যাচে আর ফেরত আসতে পারেনি ভারত-স্লোভাক জুটি। অন্যদিকে সানিয়া মির্জা-ইভান ডডিচ জুটিও হেরে ছিটকে গিয়েছেন মিক্সড ডাবলস বিভাগ থেকে। ৬-৪, ৬-৩ ফলে তাদের হারিয়ে দেন ব্রাজিলিয়ান জুটি বিয়াট্রিজ হাদাদ মাইয়া এবং ব্রুনো সোয়ারেস জুটি। ১ ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে পর হার স্বীকার করতে বাধ্য হয় সানিয়া-ডডিচ 💮জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।