গ্লোবাল টি-২০ নমিবিয়ায় অংশ নিতে চলা বাংলা দলের ক্যাপ্টে🦹ন নির্বাচিত হলেন অভিমন্যু ঈশ্বরন। ১৬ জনের স্কোয়াডে নাম নেই মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়দের মতো সিনিয়র তারকাদের।
১ সেপ্টেম্বর থেকে নমিবিয়ায় শুরু হতে🦄 চলা এই টি-২০ টুর্নামেন্টের জন্য শুক্রবার দল ঘোষণা করে বাংলা। ১৬ জনে মূল স্কোয়াডের সঙ্গে স্ট্যান্ড-বাই হিসেবে আরও চারজনকে বেছে নিয়েছেন বাংলার নির্বাচকরা।
প্রাক মরশুম প্রস্তুꦬতি টুর্নামেন্ট বলেই সম্ভবত অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট খেলতে যাচ্✤ছে বাংলা। অবশ্য তিওয়ারিরা গতবার বাংলার হয়ে মুস্তাক আলি টুর্নামেন্টেও মাঠে নামেননি। এই টুর্নামেন্টে নমিবিয়ার জাতীয় দলের ক্রিকেটাররাও টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে পারেন।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ান ডে ম🅠্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে 🍃ক্লিক করুন
মনোজ-অনুষ্টুপরা না থাকলꦯেও বাংলার স্কোয়াডে তারকার অভাব নেই। ক্যাপ্টেন ঈশ্বরন ছাড়াও রয়েছেন শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, আকাশ দীপরা। অভিষেক পোড়েল ও রবি কুমারের মতো উঠতি ღতারকারাও নমিবিয়ায় উড়ে যাবেন বাংলা দলের সঙ্গে।
আরও পড়ুন:- IN𝓰D vs WI: দুলকি চালে দৌড়, নিজের দোষেই রান-আউট শুভমন গিল, ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।