শুক্রবার রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরু🔜দ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে তখন রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ, ঋষভ পন্তরা সাজঘরে ফিরে গিয়েছেন। ৮১ রানে ৪ উইকেট হারিয়ে তখন বেশ চাপে ভারত। সেই সময়ে ক্রিজে আসেন দীনেশ কার্তিক। শুরু থেকেই একেবারে বিধ্বংসী মেজাজে ছিলেন। একেবারে আইপিএলের ছন্দে ২৬ꦺ বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি করেন ৩৭ বছরের কার্তিক।
সঙ্গে পান হার্দিক পাণ্ডিয়াকে। পাণ্ডিয়া-কার্তিক জুটি ৬৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ভারতের স্কোর ভালো জায়গায় নিয়ে যায়। হার্দিক ৩১ বলে ৪৬ রান করে আউট হন। আর কার্তিক ২৬𝔉 বলে ছক্কা মেরে হাফসেঞ্চুরি হাঁকান। ২৭ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেন ৩৭ বছরের তারকা। আর কার্তিকের এই দুরন্ত ইনিংস দেখার পর আপ্লুত ক্রিকেট মহল।
আরও পড়ুন: ‘পন্ত ভুল থেকে ꦯশিক্ষা নেয় না’, T20 WC-এর জন্য কি কার্তিককে এগিয়ে রাখছ🌠েন স্টেইন?
আরও পড়ুন: 'বাকিরা অবসর নিয়েছে আমি এখ🦩নও আছি', ১৬ বছর পরে ফের প্রোটিয়াদের বিরুদ্ধে DK ঝড়
শুধু ক্রিকেট মহল নয়, সতীর্থরাও দীনেশ কার্তিকের এই কামব্যাকে মুগ্ধ। তাঁকে শুক্রবার প্রশংসায় ভরিয়ে দিলেন হার্দিকও। ম্যাচের পর দুই তারকার একে অপরের সঙ্গে যে খো𒊎শ গল্প জুড়েছিলেন, সেটা শেয়ার করেছে বিসিসিআই। সেখানে দীনেশ কার্তিককে সকলের অনুপ্রেরণা হিসেবে দাবি করেন হার্দিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।