শুক্রবার টিম ইন্ডিয়ার জার্সিতে শততম টেস্ট খেলার নজির গড়তে চলেছেন বিরা𝔍ট কোহলি।ꦬ ১২ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন তিনি। প্রায় সাত বছর পর বিরাট কোহলি প্ৰথমবার অধিনায়ক না হয়ে টেস্টে নিছক একজন ক্রিকেটার হিসেবে খেলতে নামবেন। ঐতিহাসিক মোহালি টেস্টের আগে কিং কোহলির প্রশংসা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লন্ডনে রয়েছেন মহারাজ। সেখান থেকেই কোহলিকে স্বাগত জানালেন সৌরভ। তিনি বলেন, ‘এরকম জায়গায় পৌঁছতে ভালো ক্রিকেটার হতেই হবে। ভারতীয় ক্রিকেটে খুব কমজন-ই ১০০ টেস্ট খেলেছেন। এটা একটা বড়সড় ল্যান্ডমার্ক হতে চলেছে। বিরাট একজন গ্রেট ক্রিকেটার। এই সম্মানের পুরোপুরি যোগ্য ও।’
সর্বকালের সেরা কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে কোহলির তুলনা নিয়ে সৌরভ বলেন, ‘ওঁর টেকনিক, ওঁর সদর্থক মানসিকতা, ফুটওয়ার্ক, ব্যালান্স- সবকিছুই আমার দারুণ পছন্দের। ২০১৪-য় ইংল্যান্ডে স্ট্রাগল করার পরে যেভাবে নিজের খেলাকে ও অন্য উচ্চতায় নিয়ে গেল, তা অবিশ্বাস্য। ধারাভাষ্যকার হওয়ার সুবাদে সেই সময় আমি সামনে থেকে পুরো বিষয়টা প্রত্যক্ষ করেছিলাম। তারপরের পাঁচ বছর তো দারুণ কাটাল। এরকমটাই গ্রেটদের ক্ষেত্রে হয়ে থাকে। ২০০২-২০০৫’এ রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও এমনটা ♐দেখেছিলাম। সচিন সহ অন্যান্য গ্রেট প্লেয়াররা এভাবেই এক-একটা পর্যায়ে নিজেদের সেরা ফর্মে তুলে ধরেছে।’ তিনি আরও বলেন, ‘এমন পর্যায়ে প্রত্যাশার চাপ বরাবর বেশ♛ি থাকে। বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে তুলনায় মোটেই পক্ষপাতী নয়। তবে টেস্টে চার নম্বর হোক বা সীমিত ওভারের ক্রিকেটে তিন নম্বর, কোহলি দুর্ধর্ষ পারফর্ম করে এসেছে।’
বিরাট বহুদিন হল খারাপ সময়ে🧔র মধ্যে দিয়ে যাচ্ছে। তবে সৌরভ বিশ্বাস করেন খুব শীঘ্রই শতরান করবেন বিরাট। তিনি বলেন, ‘সামান্য এডজাস্টমেন্টের প্রয়োজন হয় সময়। তবে এটা সেরকম কোনও কঠিন বিষয় নয়। ও শীঘ্রই সেরা ফর্মে ফিরে শতরান করবে। দু বছর ধরে ওঁর শতরান নেই, এমন কথাবার্তা আমারও কানে এসেছে। তবে ও যে মাপের ক্রিকেটার, তাতে এরকম অবস্থা বেশিদিন থাকবে না।’
বিরাটের শতরান নিয়ে বলতে গিয়ে সৌরভ আরও 🔯বলেন, ‘কীভাবে শতরান করতে হয়, সেটা ও ভালোই জানে। তা নাহলে ওঁর নামের পাশে ৭০টা সেঞ্চুরি থাকত না। একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে বলতে 💝পারি, ও শীঘ্রই রান করা শুরু করবে। সেই দক্ষতা ওঁর রয়েছে, স্রেফ সময়ের অপেক্ষা এই যা!’ সৌরভ আরও জানান, ‘ওঁর সঙ্গে খেলা হয়ে ওঠেনি, তবে সবসময় ওঁর খেলা ফলো করে চলেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন পদে থাকার সময় ওঁর উত্থান চাক্ষুস করেছি- কীভাবে ওঁর কেরিয়ারের সূচনা হল, তার কয়েক বছর পরে কীভাবে তা ইউটার্ন নিয়ে গ্রেটদের মধ্যে মিশে গেল, সবটাই দেখেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।