২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন তিনি। পরের বছরও কলকাতায় ছিলেন। তারপর অবশ্য প্যাট কামিন্সকে ছেড়ে দেয় নাইটরা। এবছর তাঁকে নিলামে তুলে নিল কেকেআর। তাও ১৫ কোটি ৫০ লাখ টাকায়। ফলে আইপিএলের ইতিহাসে সবথেকে দামি বিদেশি খেলোয়াড় হলেন কামিন্স।
নাইট শিবিরে প্রত্যাবর্তনের খবর ༒পাওয়ার পর একটি ভিডিয়ো বার্তায় 🙈কামিন্স বলেন, 'কলকাতা নাইট রাইডার্সে ফিরতে পেরে প্রচন্ড উত্তেজিত। ব্রেন্ডন ম্যাককালাম, সুনীল নারিন, আন্দ্রে রাসেলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।'
গতবার একজন প্রকৃত ফাস্ট বোলারের অভাব নাইটদের ভুগিয়েছিল। তাই শুরু থেকেই কামিন্সকে পেতে ঝাঁপিয়েছিল নাইটরা। নিলাম টেবিলে তুমুল লড়াইয়ের পর তাঁকে ছিনিয়ে নেয় কলকাতা। নাইটদের পক্ষে সুখবর, আগের থেকে আরও পরিণত হয়েছেন কামিন্স। আরও বেশি ধারাল হয়েছেন। ইডেনের সবুজ উইকেটে তাই কামিন্স যে কেকেআরের তুরূপের তাস হতে চলেছেন, তা বলাই বাহুল্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।