শুক্রবার সকালে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেন স্থানীয় এক বাস চালক। তিনিই জানিয়েছেন যে, ভারতীয় ক্রিকেটারের গাড়িতে আগুন লেগে যাওয়ায় তিনি গাড়ি থেকে বের হয়ে এসেছিলেন। সেই দুর্ঘনার গল্প জানিয়েছিলেন বাসের চালক সুশীল কুমার। সুশীল দুর্ঘটনার সময়ে সেখানেই উপস্থিত ছিলেন এবং অবিলম্বে ক্রিকেটারকে উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন। সকলকে অবাক করার বিষয় হল যে পন্তকে উদ্ধার করার 🅷সময় সেই বাস চালক পন্তকে চিনতেই পারেননি। কারণ সুশীল কুমার নাকি ক্রিকেটই দেখেন না। সুশীল জানিয়েছেন যে, তিনি রাস্তার অন্য দিকে বাস নিয়ে হরিদ্বার থেকে হরিয়ানা যাচ্ছিলেন, তখন তিনি পন্তের গাড়িটিকে দুর্ঘটনার কবলে পড়তে দেখেন।
আরও পড়ুন… IPL-এ ধনী ক্রিকেটার হওয়ার দৌড়ে ဣধোনিকে টপকে শীর্ষে রোহিত, হিটম্যানের আয় জানলে চমকে যাবেন
সুশীল কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি হরিয়ানা রোডওয়েজ, পানিপত ডিপো🐻র একজন চালক। আমাদের বাস হরিদ্বার থেকে সকাল ৪টে ২৫ মিনিটে ছেড়েছে। আমি যখন যাচ্ছিলাম, তখন আমি একটি গাড়ি দেখতে পেলাম, যেটা খুব দ্রুত গতিতে যাচ্ছিল। ভারসাম্যহীন হয়ে ধাক্কা খায় ডিভাইডারে। ধাক্কা খেয়ে গাড়িটি রাস্তার অন্য প্রান্তে চলে যায় - যেটি দিল্লির দিকে যায়। গাড়িটি রাস্তার দ্বিতীয় লেনের দিকে চলে গিয়েছিল, যা দেখে আমি সঙ্গে সঙ্গে ব্রেক লাগাই। আমি এবং কন্ডাক্টর ওঁকে গাড়ি থেকে নামানোর জন্য ছুটে আসি। ততক্ষণে আগুন ধরে গিয়েছে। তার পরে, আরও তিন জন দৌড়ে এসে ওঁকে নিরাপদে নিয়ে আসতে সাহায্য করে।’
আরও পড়ুন… শীঘ্রই সুস্থ হয়ে উঠুন- ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পরে ঋষভ পন্তের ൩জন্য বিরাট কোহলির বার্🍸তা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।