অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার অ্যাশটন আগ🔯রকে ভারত সফর থেকে ফেরত পাঠানো হয়েছে। এখন অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেট খেলবেন আগর। প্রথম দুই টেস্টে খেলার সুযোগই পাননি তিনি। এ বিষয়ে আগরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, না খেলে দল থেকে বাদ পড়েছেন বলে তাঁর মনে কোনও রাগ বা তিক্ততা নেই।
প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ান দলের একাদশে রাখা হয়নি অ্যাশটন আগরকে। পরিবর্তে, দল টড মার্ফি, ম্যাথিউ কুনম্যান এবং নাথান লিয়নের উপর নির্ভর করেছিল। চার স্পেশালিস্ট স্পিনারের একজন হিসেবে অ্যাশটন আগরকে নির্বাচিত করা হয়। স্পিন-বান্ধব পিচে নাথান লিয়নকে অজি স্পিনার অ্যাশটন আগর সমর্থন করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সিরিজে💧র প্রথম দুই টেস্টে সুযোগই পাননি। অস্ট্রেলিয়া প্রথম টেস্টে অভিষেক হয়েছিল টড মার্ফির। তিনি সাত উইকেট নিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন। এরপর ম্যাথু কুনম্যানকে অস্ট্রেলিয়া থেকে ডেকে নিয়ে অভিষেক করান হয়। কিন্তু এমন আবহে আগরকে সুযোগই দেওয়া হয়নি। অনেকেই বুঝতে ༺পারছিলেন না অস্ট্রেলিয়া দলের মধ্যে আসলে কী ঘটছে? অনেকেই ভেবেছিলেন দল থেকে বাদ পড়ে অ্যাশটন আগর হয়তো বিস্ফোরক কোনও মন্তব্য করবেন। কিন্তু অজি অলরাউন্ডার তেমনটা কিছু করেননি। বদলে অ্যাশটন আগর বলেছেন যে তাঁর মধ্যে কোন রাগ বা তিক্ততা নেই।
আরও পড়ুন… সিরি♔জের আগে সাদা বলের বিশেষজ্ঞদের NCA-তে তলব করল BCCI
এবার ভারত সফর থেকে ফিরে অস্ট্রেলিয়ায় যাবেন ঘরোয়া ক্রিকেট খেলতে অ্যাশটন আগার। এক সাক্ষাৎকারে অ্যাশটন আগর বলেন, ‘সত্যি কথা বলতে, এই বিষয়ে আমার কোনও রাগ বা তিক্ততা নেই। আমি মনে🐼 করি এটি একটি পুরনো ফ্যাশনের মানসিকতা। আপনি আপনার সেরা চেষ্টা করুন। আমি ২৯ বছর বয়সী এবং এই ধরনের অনেক উত্থান-পতন দেখেছি।’
অস্ট্রেলিয়ার প্রাক্তন অভিজ্ঞ মার্ক টেলর অ্যাশটন আগরের দেশে ফিরে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্ক টেলর বিশ্বাস করেন যে অ্যাশটন আগরকে এখন খুব কমই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে দেখা যাচ্ছে। মার্ক টেলর বলেছিলেন যে অজি নির্বাচকরা যদি আগরকে ভারতে নাই খেলায়, তবে তাঁরা কেন তাঁকে দলে জায়গা দিল। টেলর বলেছেন, ‘আমি জানি না তারা কীভাবে এটা করল।’ মার্ক টেলর বলেন, ‘আমি জানি না টেস্ট খেলোয়াড় হিসেবে তার ভবিষ্যৎ কী। তারা তাকে সিডনি টেস্টের জন্য বাছাই করেছিল, যেটিকে আমি ভেবেছিলাম একটি ভালো বাছাই ছিল। এরপর তারা তাকে ভারতে সিরিজে সুযোগ দিয়েছিল। কিন্তু এখন তাঁকে ভারতে খেলানো🅷ই হল না। তাই তাঁর ভবিষ্যৎ কী হব🙈ে আমি জানি না।’
আরও পড়ুন… রোহিত কি ‘ওভারওয়েট🦋’? কোহলির তুলনা টেনে হিটম্য꧑ানের ফিটনেস নিয়ে কপিল দেবের খোঁচা
মার্ক টেলর আরও বলেন, ‘যদি তারা তাঁকে ভারতে বাছাই না করে তবে আমি নিশ্চিত নই যে তারা কীভাবে তাঁকে আবার বাছাই করবে। অ্যাশটন আগরের জন্য এটি বিশেষভাবে উদ্বেগজনক যদি তিনি আবার টেস্ট ক্রিকেট খেলার আশা করেন। সে দীর্ঘদিন ধরে দলে আছে। আমার এখন কোন সন্দেহ ⛄নেই যে নি💮র্বাচকরা ম্যাথু কুনম্যানকে বাঁহাতি স্পিনার হিসাবে দেখছেন, তাই আমি জানি না আগরের কী হবে।’
২০১৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের সময় একাদশে এক নম্বর ব্যাটসম্যান হিসেবে দ্রুত ৯৮ রান করার পরও অস্ট্রেলিয়ার টেস্ট দলে আগর নিয়মিত ছিলেন না। তারপর থেকে,🍷 তিনি পাঁচ টেস্টে ৫২ গড়ে মাত্র নয়টি উইকেট নিয়েছেন। নিজের বাদ যাওয়ার ঘটনায় আগর বলেছেন, ‘আমি মনে করি আমি বেশ স্থিতিস্থাপক এবং আমার মুখে হাসি নিয়ে প্রতিদিন চেষ্টা করব এবং দলের অংশ হওয়ার চেষ্টা করব। ভারত সফর সত্যিই কঠিন। আমি অবশ্যই বিপত্তি থেকে একটু দ্রুত ফিরে আসব।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //hti♛pad൩.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।