শুভব্রত মুখার্জি
প্রায় ৭ বছর বাদে আই লিগের দ্বিতীয় ডিভিশন জয়ের মধ্যে দিয়ে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছিল সাদা কালো ব্রিগেড। তারপর করোনার কারনে ২০২০ সালের বদলে আই লিগের শুভ সূচনা হল নতুন বছরে। আইএসএল যেমন এই বছর গোটা টুর্নামেন্টꦇটা হচ্ছে গোয়ার বুকে, ঠিক তেমনভাবে আই লিগের গোটা টুর্নামেন্টটা হচ্ছে কলকাতার বুকে।
আর আই লিগের উদ্বোধনী দিনে জয়ের মাধ্যমে লিগ অভিযান শুরু করল সাদা-কালো ব্রিগেড। মূল্যবান তিনটি পয়েন্ট ঘরে তুলে নিল শঙ্করলালের ছেলেরা। যদিও এদিন একেবারেই ভালো খেলতে পারেনি মহামেডান দল। তালমিলে অনেক জায়গায় গন্ডগোল ছিল। পাসিং নিয়েও সমস্যা ছিল। বোঝাপড়ার অভাব দেখা যাচ্ছিল মাঝেমধ্যে। এতকিছু সত্ত্বেও মহামেডান আই লিগের নবাগত দল সুদেবার বিরু💎দ্ধে তিনটি পয়েন্ট নিশ্চিত করল দিনের শেষে।
আই লিগের প্রথম ম্যাচে বিদেশি বিহীন সুদেবা এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল মহমেডান স্পোর্টিং। যুবভারতী ক্রীড়াঙ্গনে ♒৫৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফয়জল আলি। বল ধরে বাঁ-দিক থেকে বক্সে ঢুকে সুদেবা গোলরক্ষক রক্ষিত ডাগরকে জোরালো শটে পরাস💮্ত করেন ফয়জল।
ম্যাচের সেরাও হন ফয়জল। মহমেডানে༺র ꦆপরের ম্যাচ বৃহস্পতিবার। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। এদিন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জামাল ভুঁইয়া মহামেডানের হয়ে অভিষেক ঘটান। তবে তাঁকে যথেষ্ট আনফিট লেগেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।