ꦐসুভাষ ভৌমিকের প্রয়াণে শোকাহত বাইচুং ভুটিয়া। দুবার জাতীয় লিগ জয় থেকে শুরু করে ঐতিহ্যের আশিয়ান কাপ জয় সবটা একসঙ্গে করেছিলেন তারা। অনেকটা সময় একসঙ্গে লাল-হলুদ সংসারে কাটিয়েছেন। স্বভাবতই সুভাষের প্রয়াণে ভেঙে পড়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ইস্টবেঙ্গলে খেলার সময় সুভাষ ভৌমিকের সঙ্গে যে স✱ময়টা কাটিয়েছিলেন পাহাড়ি বিছে তা আজীবন মনে রাখবেন তিনি। হোসে রামিরেজ ব্যারেটোও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
২০০৩ সালে ইস্টবেঙ্গলকে আশিয়ান কাপ চ্যাম্পিয়ন করেছিলেন। পর পর দু’বছর সুভাষের কোচিংয়েই আই লিগ জিতেছিল লাল-হলুদ। এর পর মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। বাইচুং ভুটিয়🦂া থেকে শুরু করে সুনীল ছেত্রী, আলভিটো ডি’কুনহা, দেবজিত্ ঘোষের মতো প্রাক্তনরা খেলেছিলেন তাঁর কোচিংয়ে। কোচ থেকে খুব সহজেই সুভাষ সকলের অভিভাবক হয়ে উঠেছিলেন।
বাইচুং ভুটিয়া বলেন, ‘আমার সুভাষদার সঙ্গে🎃 দারুণ সম্পর্ক ছিল। তাঁর সঙ্গে অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে। বিশেষ করে ইস্টবেঙ্গলে আশিয়ান কাপ, আই লিগ এবং আরও অনেক টুর্নামেন্ট একসঙ্গে জিতেছি। সুভাষদা ভীষণ সোজাসাপটা একজন মানুষ ছিলেন। যার জন্য অনেক বিতর্কও হত। কিন্তু আমি ওই জন্যই মানুষটাকে এত বেশি ভালোবাসতাম। তিনি সব সময় মনে যা আসত সেই কথাই বলতেন। তোমাকে অনেক মিস করব ভোম্বল দা। শান্তি🔜তে থাকো।’
হোসে রামিরেজ ব🌌্যারেটো নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি ব্যথিত। ভারতীয় ফুটবল সবসময় ফুটবলার এবং কোচ হিসাবে আপনার অবদান মনে রাখবে। আপনার পরিবার এবং প্রিয়জনের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শান্তিতে থাকুন ভোম্বল দা’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।