ওয়েস্ট ইন্ডিজের তবে কি আর ২০২৩ বিশ্বকাপে খেলা হবে না? নেদারল্যান্ডস কার্যত সেই জায়গায় নিয়ে গিয়েছে ক্য়ারিবিয়ানদের। এক সময়ের বিশ্বজয়ী দলকে ল্যাজে খেলিয়ে সুপার ওভারে ছিটকে দেয় ডাচেরা। যার নিটফল🍒, তৃতীয় দল হিসেবে কোনও পয়েন্ট ছাড়াই সুপার সি꧅ক্সে পৌঁছল ক্যারিবিয়ানরা। যে কারণে বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইটা যে তাদের মারাত্মক কঠিন হয়ে গেল, সে কথা বলার অপেক্ষা রাখে না।
সোমবার প্রথমে ব্যাট করে ৩৭৪ রানের পাহাড় গড়েও কোনও লাভ হল না উইন্ডিজের। ৯ উইকেটে সেই রান তুলে ফেলে ম্যাচ টাই করে নেদারল্যান্ডস। এর পর সুপার ওভার খেলা হলে, তাতে ক্যারিবিয়ান ব্রিগেডকে একেবারে ল্য়াজেগোবরে করে ছাড়ে ডাচেরা। সুপার ওভারে ব্যাটে-বলে একাই তাণ্ডব করেন লোগান ভ্যান বিক। আর🌼 তাঁর তাণ্ডবে খসে পড়ে উই🌄ন্ডিজের যাবতীয় প্রতিরোধ। আর এই ম্যাচ হেরে বিশ বাও জলে চলে গেল ক্যারিবিয়ান ব্রিগেডের ২০২৩ বিশ্বকাপের মূল পর্বে খেলার আশাটুকুও।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু শুরুটা খারাপ করেনি। ওপেন করতে নেমে ব্রেন্ডন কিং এবং জনসন চার্লস প্রথম উইকেটে ১০১ রান তুলে ফেলে। ৫৫ বলে ৫৪ করে আউট চার্লস। কিং করেন ৮১ বলে ৭৬ রান। এর পর চতুর্থ উইকেটে ফের দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যায় শাই হোপ এবং নিকোলাস পুরান জুটি। এই জুটি চতুর্থ উইকেটে যোগ করে ১০৮ রান। হোপ অবশ্য ৩৮ বলে ৪৭ রান করে আউট হয়ে যান। কিন্তু পুরান ৬৫ বলে অꦗপরাজিত ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ৩৭৪-এ নিয়ে জেতে সাহায্য করে।
আরও পড়ুন: শুকনো হাতে হয়তো থাকতে হবে না ইডেনকে, বিশ্বকাপের সেমিফাইনাল পেতে পার💎ে কলক🃏াতা- রিপোর্ট
এই কাজে শেষে পুরানকে সাহায্য করেন আটে ব্যাট করতে নামা কিমো পল। তিনি ২৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। নির্দিষ্ট ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান করে উইন্ডিজ। ডাচেদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ব্যাস দি'লিড এবং সাকিব জুলফিকর। লোগান ভ্যান বিক এবং ভিভিয়🍸ান কিংমাไ ১টি করে উইকেট নিয়েছেন।
রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই করে নেদারল্যান্ডস। শুরুর দিকে একটু নড়বড় করলেও তাদের দলের প্রতিটি প্লেয়ার কিন্তু চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। ম্যাচ জিততে নিজেদের সবটা নিংড়ে দিয়ে তারা লড়াই চালিয়ে যান। তার মধ্যে নেদারল্যান্ডসের তেজা নিদামানুরু চাপের মধ্যেও দুরন্ত সেঞ্চুরি করেন। ৭৬ বলে ১১১ রানের দুরন্ত একটি লড়াক🙈ু ইনিংস খেলেন তিনি। তাঁকে এই লড়াইয়ে কিছুটা সঙ্গত দেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৪৭ বলে ৬৭ রান করেন তিনি। তেজা এবং স্কট মিলে পঞ্চম উইকেটে ১৪৩ রান যোগ করেন।
এ ছাড়াও ওপেন করতে নেমে বিক্রমজিৎ সিং ৩৭ (৩২ বল) এবং ম্যাক্স ও'দাউদ ৩৬ (৩৬ বল) রান করেছিলেন। তিনে নেমে ওয়েসলি বেরেসি ২৭ (৩৪ বল) করেন। ব্যাস দি'লিড করে ৩৩ রান (৪৭ বলে)। আটে নেমে লোগান ভ্যান বিক করেন ১৪ বলে ২৮ রান। নির্দিষ্ট ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রান করে ম্যাচ টাই করে ফেলে নেদ✅ারল্যান্ডস। উইন্ডিজের হয়ে রোস্টন চেজ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ এবং আকিল হোসেন। জেসন হোল্ডার নেন ১ উইক🗹েট।
ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে একাই ব্যাটে-বলে বাজিমাত করেন লোগান ভ্যা𒉰ন বিক। সুপার ওভারের ছয় বলে তাঁর রানের পরিসংখ্যান ৪-৬-৪-৬-৬-৪। অর্থাৎ এই ওভারে তিনি জেসন হোল্ডারকে তিনটি ছক্কা এবং তিনটি চার হাঁকান। কোনও উইকেট না হারিয়ে মোট ৩০ রান হয় এই ওভারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।