২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জনের জন্য এখনই নিজেদের ড্রাইভিং সিটে দেখতে পাচ্ছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটার এডেন মার্করাম। রবিবার ভারতকে হারিয়ে তিনি বলেছেন যে দক্ষিণ আফ্রিকা এখনও সেমিফাইনালের যোগ্যতা পেয়ে যায়নি। যদিও পার্থ স্টেডিয়ামের একটি জটিল উইকেটে পাঁচ উইকেটে জয়ের ফলে দক্ষিণ আফ্রিকানরা পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ 2-এর শীর্ষে রয়েছে। সুপার 12-এর দুটি ম্যাচে ভারত ও বাংলাদেশের কাছে জিতে এখন ভালো পজিশনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন তাদের পাকিস্তান ও নেদারল্যান্ডসཧের বিরুদ্ধে খেলতে হবে।
শুধুমাত্র শীর্ষ দুইটিই এগিয়ে যায় তবে জিম্বাবোয়ে (তিন পয়েন্ট), পাকিস্তান (দুই) এবং নেদারল্যান্ডস (০) এখনও প্রযুক্তিগত꧙ভাবে শিকার🍨ে রয়েছে, মার্করাম বলেছেন দক্ষিণ আফ্রিকা কেবল উন্নতির দিকে মনোনিবেশ করছে। ম্যাচ শেষ সাংবাদিক সম্মেলনে এসে মার্করান বলেন, ‘আমরা যদি লিগের শীর্ষে থাকি, আমি মনে করি এটি একটি ভালো জিনিস। তবে আমরা অবশ্যই এই মুহূর্তে দরজায় পা রেখেছি বলে মনে করছি না।’
আরও পড়ুন… 🅷তাঁর উইকেট পাওয়ার পিছনে রয়েছে এই বোলারের বড় ভূমিকা! নিজেই জানালেন আর্শদীপꦅ সিং
এডেন মার্করাম বলেছেন, ‘আমাদের এখনও পাকিস্তানের বিরুদ্ধ🎃ে একটি বড় ম্যাচ বাকি রয়েছে এবং আমরা এখনও নেদারল্যান্ডসের সঙ্গে খেলব। আমরা দেꦆখেছি যে দলগুলি সুপার 12 পর্বে যোগ দিয়েছে তারা তাদের দিনে যে কোনও দলকে হারাতে পারে। সুতরাং আমাদের জন্য এখনও অনেক ক্রিকেট খেলার বাকি রয়েছে। এটি গেম-বাই-গেম আরও ভালো করার চেষ্টা করার বিষয়।’
পার্থে সফল 🅘হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলাররা। লুঙ্গি এনগিদি চার ওভারে ২৯ রানে চার উইকেট শিকার করেছিলেন। ওয়েন পার্নেল ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন। এর ফলে কোহলি-রোহিতদের ১৩৩/৯ রানে বেঁধে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক তেম্বা বাভুমা রান পাচ্ছেন না, তবু দল যে তাঁর অধিনায়কের পাশেই রয়েছে সেটাও জানিয়ে দিয়েছেন মার্করাম।
আরও পড়ুন… বাবর💛কে ছদ্ম সান্ত্বনা অমিত মিশ্রের, খচে লাল আফ্রিদি
ভারতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করা ২৮ বছর বয়সী এই তরুণ বলেছেন, ‘আমি মনে করি প্রত্যেক খেলোয়াড়ই এই ধরনের ফর্মের মন্দার মধ্য দিয়ে যায়। দুর্ভাগ্যবশত, আমি একাধিকবার এর মধ্য দিয়𒈔ে গেছি।’ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রি൩কা সিডনিতে পাকিস্তানের মুখোমুখি হবে এবং রবিবার অ্যাডিলেডে ডাচদের বিরুদ্ধে সুপার 12 রাউন্ডের শেষ ম্যাচে খেলতে নামবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।