সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে🥂 বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলের সংগ্রহেই ছিল ৪ পয়েন্ট করে। সম্মুখ🥀সমরে যে দলই জয় তুলে নিত, ৬ পয়েন্ট নিয়ে পৌঁছে যেত সেমিফাইনালে। আসলে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের কাছে হেরে বসায় শেষ চারের দরজা খুলে যায় এশিয়ার দুই প্রতিবেশী দেশের সামনে। শেষমেশ বাংলাদেশকে টেক্কা দিয়ে সেমিফাইনালের টিকিট পকেটে পোরেন বাবর আজমরা।
ম্যাচের সেরা শাহিন আফ্রিদি
৪ ওভারে মাত্র ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন 🎐পাক পেসার শাহিন শাহ আফ্রিদি।
সেমিফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। বাংলাদেশের ৮ উইকেটে ১২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৮ রান সংগ্রহ করে নে♎য়। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন শান মাসুদ। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেন বাবর আজমরা। বাংলাদেশ বিশ্বকাপ অভিযান শেষ করে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে।
ইফতিকারকে ফেরালেন মুস্তাফিজুর
১৭.৬ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে নাজমুলের হাতে ধরা পড়েন ইফতিকার আহমেদ। ৩ বলে ১ রান করেন তিনি। পাকিস🅷্তান ১২৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেনꦕ শাদব খান।
হ্যারিসকে ফেরালেন শাকিব
১৬.৫ ওভারে শাকিব আল হাসানের বলে নাসুমের হাতে ধরা পড়েন মহম্মদ হ্যারিস। ১৮ বলে ৩১ রান করেন তিনি।♐ মারেন ১টি চার ও ২টি ছক্কা। পাকিস্তান ১২১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ। জয়ের জন্য ৩ ওভারে ৭ র😼ান দরকার পাকিস্তানের। শাকিব ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
রান-আউট নওয়াজ
১৪.৪ ওভারে রান আউট হয়𝓀ে মাঠ ছাড়েন মহম্মদ নওয়াজ। ১১ বলে ৪ রান করেন তিনি। পাকিস্তান ৯২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শান মাসুদ। ১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইওকেটে ৯৪ রান।
ব্যাট চালাচ্ছেন হ্যারিস
১৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৮৯ 𝄹রান। মহম্মদ হ্যারিস ১১ বলে ১৯ রান করেছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩ রানে ব্যা✃ট করছেন নওয়াজ।
রিজওয়ান আউট
১১.২ ওভারে এবাদꦕতের বলে নাজমুলের হাতে ধরা পড়েন মহম্মদ রিজওয়ান। ৩২ বলে ৩২ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। পাকিস্তান ৬১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ হ্যারিস। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৯ রান।
বাবর আজম আউট
১০.৩ ওভারে নাসুম আহমেদের বলে মুস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন বাবর আজম। ৩৩ বলে ২৫ রান করেন তিনি। মারেন ২টি চার। পাকিস্তান ৫৭ রানে ১ উইকেট হারায়✨। ব্যাট করতে নামেন মহম্মদ নওয়াজ। ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৬১ রান। নাসুম ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। রিজওয়ান ৩২ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল পাকিস্তান
অর্ধেক ইনিংস শেষ। ১🀅০ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৫৬ রান। ৩২ বলে ২৫ রান করেছেন বাবর আজম। তিনি ২টি চার মেরেছেন। ২৮ বলে ৩১ রান করেছেন মহম্মদ রিজওয়ান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। জয়ের জন্য শেষ ১০ ওভারে পা🍌কিস্তানের দরকার ৭২ রান।
টাইট বোলিং নাসুমের
৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৪২ রান। সপ্তম ওভারে ৩ রান খরচ করেন মুস্তাফিজুর। অষ্টম ওভারে ৪ রান ☂খরচ করেন মাসুম। রিজওয়ান ২ꦯ৯ ও বাবর ১৩ রানে ব্যাট করছেন। নাসুম ৩ ওভারে ১১ রান খরচ করেছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পঞ্চম ওভারে মুস্তাফিজুর ৭ রান খরচ করেন। ষষ্ঠ ওভারে 😼মাত্র ১ রান খরচ করেন নাসুম। পাওয়ার প্লে-র ৬ ওভারে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৩৫ রান। ২৬ রানে ব্যাট করছেন রিজওয়ান।
শাকিবকে জোড়া বাউন্ডারি রিজওয়ানের
চতুর্থ ওভারে বল করতে আসেন শাকিব ℱ𒁏আল হাসান। তাঁর প্রথম ওভারে ১১ রান তোলে পাকিস্তান। ২টি চার মারেন মহম্মদ রিজওয়ান। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ২৬ রান। রিজওয়ান ১৯ রানে ব্যাট করছেন।
তাস্কিনকে বাউন্ডারি বাবরের
দ্✱বিতীয় ওভারে নাসুম ৫ রান খরচ করেন। তৃতীয় ওভারে তাস্কিনের বলে ১টি চার মারেন বাবর আজম। ৩ ওভার 🅺শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৫ রান। রিজওয়ান ৯ ও বাবর ৬ রানে ব্যাট করছেন।
জীবনদান পেলেন রিজওয়ান
বাবরকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রিজওয়ান। বোলিং শুরু করেন তাস্কিন। প্রথম ওভা𒁏রের তৃতীয় বলেই উইকেটকিপার নুরুল মহম্মদ রিজওয়ানের অতি সহজ ক্যাচ ছাড়েন। পরের বলে ছক্কা মারেন রিজওয়ান। প্রথম ওভারে ৬ রান ওঠে।
বাংলাদেশকে সস্তায় বাঁধল পাকিস্তান
১৯.৫ ওভারে হ্যারিস রউফের বলে মহম্মদ ওয়াসিমের হাতে ধরা পড়েন নাসুম। ত🧜িনি ৭ রান করেন। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করে। ২০ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন আফিফ। হ্যারিস ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। সুতরাং, জয়ের জন্য পাকিস্তানের দরকার ১২৮ রান।
তাস্কিন আউট
১৮.১ ওভারে শাহিন আফ্রিদির বলে বাবর আজমের হাতে ধরা পড়েন তাস্কিন আহমেদ। ৫ বলে ১ রান করেন তাস্কিন। বাংলাদেশ ১০৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাসুম। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১১৬ রান। ১৯ রানে ব্যাট করছেন আফিফ। শাহিন ৪ ওভারে ২২ রানের বিন൲িময়ে ৪টি উইকেট নেন।
নুরুল আউট
১৬.৫ ওভারে শাহিন আফ্রিদির বলে মহম্মদ হ্যারিসের হাতে ধরা পড়েন নুরুল হাসান। ৩ বল খেলে খাতা খুলতে পারꦚেননি তিনি। বাংলাদেশ ১০৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাস্কিন আহমেদ। শাহিন ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
মোসাদ্দেক আউট
১৬.২ ওভারে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক হোসে🦹ন। ১১ বলে ৫ রান করেন তিনি। বাংলাদেশ ১০৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নুরুল হাসান।
১০০ টপকাল বাংলাদেশ
১৫ ওভারে বাংলাদেশ ৪ উইকেটের বিনিময়ে ৯৯ রান সংগ্রহ করে। ১৬তম ওভারে তারা দলগত♊ ১০০ রানের গণ্ডি টপকে যায়। ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০৬ রান। ১২ রানে ব্যাট করছেন আফিফ।
সাজঘরে ফিরলেন শান্ত
১৩.২ ওভারে ইফতিকার আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাজম♛ুল হোসেন শান্ত। ৪৮ বলে ৫৪ রান করেন তিনি। মারেন ৭টি চার। বাংলাদেশ ৯১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোসাদ্দেক হোসেন। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৯২ রান।
হাফ-সেঞ্চুরি নাজমুলের
৬টি বাউন্ডারির সাহায্যে ꦰ৪৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। ১৩ ওভার শেষে বাংলাদেশের ৩ উইকেটে ৮৭ রান। শাদব ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
শাকিব আল হাসান আউট
১০.৫ 𝄹ওভারে শাকিবকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান শাদব খান। শাকিব রিভিউ নিয়েও বাঁচেননি। যদিও আউট নিয়ে খুশি ছিলেন না শাকিব। শূন্য রানে সাজঘরে ফেলেন বাংলাদেশ দলনায়ক। বাংলাদেশ ৭৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফিফ হোসেন। ১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭৪ রান। নাজমুল ৪২ রানে ব্যাট করছেন।
সৌম্য সরকার আউট
১০.৪ ওভারে শাদব খানের বলে শান মাসুদের হাতে ধরা পড়েন সৌღম্য সরকার। ১৭ বলে ২০ রান করে🌄ন সৌম্য। মারেন ১টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ ৭৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৭০ রান। ৩৭ বলে ৪১ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৫টি চার মেরেছেন। সৌম্য সরকার ১৫ বলে ১৮ রান করেছেন। তিনি ১টি চার ও💜 ১টি ছক্কা মেরেছেন।
৫০ টপকাল বাংলাদেশ
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ইফতিকারের ওভারে ৭ র🐓ান ওঠে। ১টি চার মারেন শান্ত। ৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫৬ রান। ৩১ বলে ৩৬ রান করেছেন নাজমুল। ৯ বলে ৯ রান করেছেন সৌম্য।
শাদবের ওভারে ৯ রান
সপ্তম ওভারে বল করতে আসেন শাওদব খান। তাঁর ওভারে ৯ রান ওঠে। পঞ্চম বলে তার মারেন নাজমুল। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪৯ রান। নাজমুল ৩০ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশ ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলেছে। নাসিম নিজের দ্বিতীয় ওভারে ২ রান খরচ করেন। নাজমুল ২০ বলে ২১ রান করেছেন। ꦍ৮ রানে ব্যাট করছেন সৌম্য। নাসিম ২ ওভারে ৯ রান খরচ করেছেন।
হ্যারিসের ওভারে ৪ রান
পঞ্চম ওভারে বল করতে আসেন হ্যারিস রউফ। তাঁর ওভারে ৪ রান ও𝐆ঠে। ৫ ওভ♉ার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩৮ রান। ২০ রানে ব্যাট করছেন নাজমুল।
নাজমুলের ক্যাচ ছাড়েলন শাদব
৩.১ ওভারে মহম্মদ ওয়াসিমের বলে নাজমুল হোসেন শান্তর ক্যাচ ছাড়েন শাদব খ꧒ান। ওভারের তৃতীয় বলে চার🔯 মারেন শান্ত। শেষ বলে ছক্কা হাঁকান সৌম্য। ওভারে ১৩ রান ওঠে। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩৪ রান। শান্ত ১৪ বলে ১৮ রান করেছেন। ২ বলে ৬ রান করেছেন সৌম্য।
লিটনকে ফেরালেন আফ্রিদি
তৃতীয় ওভারে শাহিন আফ্রিদির দ্বিতীয় বলে 🐻ছক্কা মারেন লিটন দাস। তবে ওভারের পঞ্চম বলে (২.৫ ওভারে) তিনি শান মাসুদের হাতে ধরা পড়ে যান। ৮ বলে ১০ রান করেন লিটন। বাংলাদেশ ২১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন♚ সৌম্য সরকার। শাহিন ২ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
নাসিমকে বাউন্ডারিতে পাঠালেন শান্ত
দ্♕বিতীয় ওভারে বল করতে আসেন নাসিম শাহ🍰। পঞ্চম বলে চার মারেন নাজমুল হোসেন। ওভারে ৭ রান ওঠে। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৩ রান। নাজমুল ৮ বলে ১০ রান করেছেন।
ম্যাচ শুরু
লিটন দাসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন নাজমুল। তৃতীয় বলে🅷 ১ রান নেন লিটন। চতুর্থ বলে চার মারেন শান্ত। প্রথম ওভারে ৬ রান ওঠে।
বাংলাদেশের প্রথম একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, 🍒শাকিব আল হাসান (ক্যাপ্টেন), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), ত🅷াস্কিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
পাকিস্তানের প্রথম একাদশ
বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, মহম্মদ হ্যারিস, ইফতিকার আহমেদ, শা✅দব খান, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাম।
টস জিতল বাংলাদেশ
পাকিস্তানের বিরুদ্ধে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে টস জিতল বাংলাদে𒁃শ। টস জিতে শাকিব আল হাসান শুরুতে ব্যাট করার সিদ্ধান🤪্ত নেন। সুতরাং, অ্যাডিলেডে রান তাড়া করবেন বাবর আজমরা।
কোয়ার্টার ফাইনালের রূপ নিল ম্যাচ
নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালের রূপ নেয়। যে দল জিতবে ভারতের সঙ্গে❀ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে তারাই শেষ চারের টিকিট হাতে পাবে।
পাকিস্তানের প্রথম চার ম্যাচের ফলাফল
১. ভারতের কাছে ৪ উইকেটে হেরে যায়।
২. জিম্বাবোয়ের কাছে ১ রানে পরাজিত হয়।
৩. নেদারল্যান্ডসকে ৬ উইকেটে পরাজিত করে।
৪. দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ-লুইস নি♔য়মে ৩৩ রানে হারিয়ে দেয়।
বাংলাদেশের প্রথম চার ম্যাচের ফলাফল
১. নেদারল্যান্ডসকে ৯ রানে পরাজিত করে।
২. দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে হেরে যায়।
৩. জিম্বাবোয়েকে ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হারিয়ে দেয়।
৪. ভারতের কাছে ডাকওয়ার্থ-সুইস নিয়মে ৫ রানে হার 🎐মানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।