চলতি টি-২০ বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত করেছিল নেদারল্যান্ডস। তাই তাদের কাছে লিগের শেষ ম্যাচটি ছিল নিছক নি🐼য়মরক্ষার। তবে দক্ষিণ আফ্রিকার কাছে এটি মরণ-বাঁচন ম্যাচ ছিল। জিতলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত ছিল। তবে হারলে ছিটকে যাওয়া ছিল পাকা। শেষমেশ পচা শামুকে পা কাটে প্রোটিয়াদের। নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। ভারত এক্ষেত্রে তাদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। এটাও নিশ্চিত হয়ে যায় যে, বাংলাদেশ বনাম পাকিসꦬ্তান ম্যাচের বিজয়ী দল ভারতের সঙ্গে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট হাতে পাবে।
ম্যাচের সেরা অ্যাকারম্যান
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ♊ক্রিকেটার নির্বাচিত হন কলিন অ্যাকারম্যান।
ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা
নেদারল্যান্ডসের ক⛄াছে হেরে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথম দল হিসেবে গ্রুপ-টু থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে যে দল জিতবে, তারা গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে।
দক্ষিণ আফ্রিকাকে হারাল নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের ৪ উইকেটে ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 🀅২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৫ রানে আটকে যায়। ১৩ রানে ম্যাচ জেতে নেদারল্যান্ডস। জিতলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার। তবে ম্ܫযাচ হারায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় প্রোটিয়াদের। নেদারল্যান্ডস আগেই ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। তারা দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে ডোবে।
শেষ ওভারে দরকার ২৬ রান
১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার🌠 স্কোর ৭ উইকেটে ১৩৩ রান।𒆙 জয়ের জন্য শেষ ওভারে ২৬ রান দরকার দক্ষিণ আফ্রিকার। ১২ রানে ব্যাট করছেন কেশব মহারাজ।
ক্লাসেন আউট
১৭.৩ ওভারে বাস ডি'লিꦦডের বলে ফ্রেড ক্লাসেন🐲ের হাতে ধরা পড়েন এনরিখ ক্লাসেন। ১৮ বলে ২১ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১২০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কাগিসো রাবাদা।
পার্নেল আউট
১৫.৪ ওভারে গ্লভারের বলে এডওয়ার্ডসের দস্তানায় ধরা পড়েন ওয়েন পার্নেল। একই ওভ🗹ারে ২টি উইকেট তুলে নেন গ্লভার। ಌপার্নেল ২ বল খেলে খাতা খুলতে পারেননি। দক্ষিণ আফ্রিকা ১১৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেশব মহারাজ।
ডেভিড মিলার আউট
১৫.২ ওভারে গ্লভারের বলে ভ্যান ডার মারউই𓄧য়ের হাতে ধরা পড়েন ডেভিড মিলার। ১৭ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার। দক্ষিণ আফ্রিকা ১১২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়েন পার্নেল।
মার্করাম আউট
১২.৩ ওভারে ফ্রেড ক্লাসেনের বলে মাইবার্গের হাতে ধরা পড়েন এডেন মার্করাম। ১৩ বলে ১৭ রান ক꧑রেন তিনি। মারেন ২টি চার। দক্ষিণ আফ্রিকা ৯১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ ক্লাসেন।
রিলি রসউ আউট
৯.৩ ﷽ওভারে গ্লভারের বলে ও'দাউদের হাতে ধরা পড়েন রিলি রসউ। ১৯ বলে ২৫ রান করেন তিনি। মারেন ২টি চার। দক্ষিণ আফ্রিকা ৬৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৬৮ রান।
৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় দক্♔ষিণ আফ্রিকা। মারউইয়ের বলে জোড়া বাউন্ডারি মারেন রসউ। ৯ ওভার শেষে দক্ষিণ আꩲফ্রিকার স্কোর ২ উইকেটে ৬৩ রান। রিলি ১৭ বলে ২৫ রান করেছেন। ৪ রানে ব্যাট করছেন মার্করাম।
বাভুমা আউট
৫.৬ ওভারে ভ্যান মিকেরেনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তেম্বা বাভুমা। ২০ বলে ২০ রান করেন তিনি। মারেন ২টি চার। দক্ষিণ আফ্র🍬িকা ৩৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমেন এডেন মার্করাম। পাওয়ার প্লে-র খেলা শেষ। রিলি ৫ রানে ব্যাট করছেন।
ডি'কক আউট
দ্বিতীয় ওভারে ভ্যান মিকেরেনের বলে ১টি ছক্কা মারেন কুইন্টন ডি'কক। তবে ২.৪ ওভারে ফ্রেড ক্লাসেনের বলে এডওয়ার্ডসের দস্তানায় ধরা পড়েন তিনি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন কুইন্টন। দক্ষিণ আফ্রিকা ২১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিলি রসউ। ৩ ও🙈ভার সেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ২২ রান।
রান তাড়া শুরু দক্ষিণ আফ্রিকার
কুইন্টন ডি'কককে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন তেম্বা বাভুমা। বোলিং শুরু করেন ফ্রেড ক্লাসেন। দ্বিত💃ীয় বলে চার মেরে খাতা খোলেন ডি'কক। প্রথম ꦬওভারে ৬ রান ওঠে।
দেড়শো টপকে থামল নেদারল্যান্ডস
নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডস ৪ ✤উইকেটের বিনিময়ে ১৫৮ রান সংগ্রহ করে।৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন কলিন অ্যাকারম্যান। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১২ রান করে নট-আউট থাকেন স্কট এডওয়ার্ডস। সুতরাং, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ১৫৯ রান। এনরিখ নরকিয়া ৪ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। কেশব মহারাজ ৪ ওভারে ২৭ র🌟ান খরচ করে ২টি উইকেট নেন।
বাস ডি'লিড আউট
১৭.১ ওভারে এনরিখ নরকিয়ার ১৫৩ কিলোমিটার গতির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বাস ডি'লিড। ৭ বলে ১ রান করেন তিনি♈। নেদারল্যান্ডস ১২৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্কট এডওয়ার্ডস।
টম কুপার আউট
১৪.৬ ওভারে কেশব মহারাজের বলে কুইন্টন ডি'ককের হাতে ধরা পড়েন টম কুপার। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩৫ রান কর🌳েন তিনি। নেদারল্যান্ডস ১১২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বাস ডি'লিড।
ও'দাউদ আউট
১২.৪ ওভারে কেশব মহারাজের বলে কাগিসো রাবাদার হাতে ধরা পড়েন ম্যাক্স ও'দাউদ। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন তিনি। নেদারল্য🧔ান্ডস ৯৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কলিন অ্যাকারম্যান।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৭০ রജান। ম্যাক্স ও'দাউদ ২৬ বলে ২৬ রা🌱ন করেছেন। ৪ বলে ৫ রান করেছেন টম কুপার।
মাইবার্গ আউট
৮.৩ ওভারে মার্করামের বলে রসউয়ের হাতে ধরা পড়েন স্টিফেন মাইবার্গ। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩৭ রান করে༒ন। নেদারল্যান্ডস ৫৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টম কুপার।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ব্যাট হাতে দুর্দান্তভাবে ইনিংস শুরু করে নেদারল্যান্ডস। পাওয়ার প্লে-র ৬ ওভারে তারা কোনও উ꧃ইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে নেয়। স্টিফেন মাইবার্গ ২৪ বলে ৩৪ রান করেন। ম্যাক্স ও'দাউদ করেন ১২ বলে ১৩ রান।
টস জিতল দক্ষিণ আফ্রিকা
নেদারল্যান্ডসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে টস জিতল দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রোটিয়া দলনায়ক তেম্বা বাভুমা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জান🦩ান নেদারল্যান্ডসকে। সুতরাং, অ্যাডিলেড ওভালে রান তা♊ড়া করবে দক্ষিণ আফ্রিকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।