মঙ্গলবার অনুশীলনের পর খালি পেটেই হোটেলে ফিরতে হয়েছে ভারতীয় দলকে।আইসিসির তরফে যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল, তার গুণমান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ঠাণ্ড🥂া, অর্যাপ্ত খাবার নিয়ে অভিযোগ উঠেছওে ভারতীয় দলের তরফে। যা নিয়ে এখন বিতর্কের ঝড় বয়ে চলেছে। এই বিষয়ে এ বার মুখ খুলল আইসিসি। আইসিসি-র তরফে বলা হয়েছে যে, তারা বিষয়টি দেখছে। এবং শীঘ্রই বিষয়টির সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
বিসিসিআই এই নিয়ে অনানুষ্ঠানিক ভাবে আইসিসি-এর কাছে তাদের অসন্তোষ প্রকাশ করে। আইসিসির একটি সূত্র পিটিআইকে বলেছেন, ‘হ্যাঁ, ভারতীয় দল অনুশীলনের পরে খাবার নিয়ে তাদের সমস্যার কথা বলেছে। আমরা এটি ব🐼ের করার চেষ্টা করছি এবং সমস্যাটির দ্রুত সমাধান করা হবে।’
আরও পড়ুন: 2022 T20 WC-এ আর মাত্র এক বারই ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও হতে⭕ পারে-কোন সম🅷ীকরণে?
অনুশীলনের পর প্রত্যেকটা দলকে প্রায় একই খাবার খেতে দেওয়া হচ্ছে। ভারতীয় ক্রিকেটাররা গরম 𝐆খাবারের দাবি জানালেও, সে কথায় কোনও কর্ণপাত করা হয়নি। অবশেষে আর কোনও উপায়ন্তর না দেখে ভারতীয় ক্রিকেটাররা শেষ পর্যন্ত অনলাইনে খাবার অর্ডার দিতে বাধ্য হন। এই ঘটনা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক আধিকারিক সংবাদ সংস্থাকে বলেন, ‘আমরা কোনও বয়কট করিনি। কয়েক জন ক্রিকেটার ফল খেয়ে দিন কাটিয়েছেন। প্রত্যেকে মধ্যাহ্নভোজের অর্ডার দিয়েছিলেন। তবে হোটেলে ফেরার পর তাঁদের খাবার দেওয়া হয়েছিল।’
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘সমস্যাটা হল এটাই যে, মধ্যাহ্নভোজনে আইসিসি কোনও গরম খাবার সার্ভ করেনি। কোনও দ্বিপাক্ষিক সিরিজে আয়োজক দেশ খাবার পরিবেশনের দায়িত্বে থাকে। অনুশীলন সেশনের পর ভারতীয় ক্রিকেট দলকে সব সম🃏য়ে গরম খাবার দেওয়া হয়। তবে আইসিসি সব দেশের জন্যই একই খাবার পরিবেশন করছে।’
আরও পড়ুন: কখনও ꦍএই মাঠে খেলিনি, সেখান꧃ে টুর্নামেন্ট ফেভারিটকে হারানো বড় বিষয়- আইরিশ অধিনায়ক
সিডনিতে নেদারল্যান্ডস ম্যাচের আগে ভারতীয় শিবির আইসিসি-র অব্যবস্থা নিয়ে তীব্র ক্ষুব্ধ। অনুশীলনের পর টিম ইন্ডিয়াকে দেওয়া হয়েছে নিম্নমানের খাবার। খাবারের মধ্যে ছিল ফল-মূল আর মাংসের তৈরি এক জাতীয় খাবার, যার নাম ‘ফালাফেল’। এমন কী স্যান্ডউইচ পর্যন্ত তৈরি করা ছিল না। খাবার টেবিলে রাখা বোর্ডে লেখা ছিল, ‘নিজের স্যান্ডউইচ নিজে তৈরি করে নিন। দলের কয়েক জন ক্রিকেটার মাংসের টুকরো মুখে দিয়ে দেখেন, তা প্রচন্ড ঝাল। দলের জন্য যে পরিমাণ খাবার রাখা হয়েছিল, তা অপর্যাপ্ত ছিল বলেও অভিযোগ। এসব দেখেই মেজাজ হারান সকলে। না খেয়েই হোটেলে ফিরে যায় ভারতীয় দল। কোনও কোনও𝄹 ক্রিকেটার দাবি করেন, প্র্যাকটিস করে এসে শুধু স্যান্ডউইচ খেয়ে খিদে মেটানো সম্ভব নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।