২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেল ইংল্যান্ড টিম। কারণ বৃষ্টির কারণে বড় ক্ষতি হল ব্রিটিশ টিমের। ডাকওয়ার্থ-লু👍ইস নিয়মে আয়ারল্যান্ড🍒ের কাছে ৫ রানে হারতে হয়েছে ইংল্যান্ড দলকে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বুধবারের ম্যাচে ব্য🃏াঘাত ঘটায় বৃষ্টি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে সব ꩲহিসেব বদলে যায়। যার জেরে আয়ারল্যান্ড রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয়। যখন খেলা বন্ধ হয় তখন ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রান পিছনে ছিল ইংল্যান্ড। মোদ্দা কথা বৃষ্টিই হারিয়ে দেয় ব্রিটিশদের। একেই সম্ভবত বলে কারও পৌষমাস, তো কারও সর্বনাশ।
আরও পড়ুন: ইতিহাস ফেরাল আয়ারল্যান্ড, ১১ বছর 🔯পরে বিশ্বকাপে ফের ইংল্যান্ডকে হারালেন আইরিশরা
ম্যাচ জিতে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি বলেছেꦬন, ‘এটা অসাধরাণ আবেগপূর্ণ বিষয়। টুর্নামেন্ট ফেভারিটদের বিপক্ষে এই জয়টা দারুণ ব্যাপার। স🍸মর্থকরাও আমাদের উজ্জীবিত করেছেন। তাদের সমর্থন দারুণ ছিল। শুক্রবার আফগানিস্তান ম্যাচ ছিল। দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। আমাদের উন্নতি করতে হবে।’
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১০০ রানের কাছাকাছি পৌঁছে যায়। ১ উইকেটে তারা ৯২ রান করে🌠 ফেলেছিল। কিন্তু সেখান থেকে ১৯.২ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড🌠। আয়ারল্যান্ডের হয়ে অধিনায়ক অ্যান্ডি বালবির্নি করেন ৬২ রান। ইংল্যান্ডের মার্ক উড এবং লিয়াম লিভিংস্টোন ৩টি করে উইকেট পান। আর স্যাম কারান পান ২ উইকেট।
আরও 🦂পড়ুন: ৪২ বলে ৩১ রান, টেস্টের মতো ঠুকঠুকে ব্যꦯাটিংয়ের একগাদা অজুহাত দিলেন ফিঞ্চ
১৫.৩ ওভার থেকে ১৯.২ ওভারের মধ্যে ৭ উইকেট হারায় আয়ারল্যান্ড। সেটা নিয়ে অবশ্য রীতিমতো হতাশ আইরিশ অ💎ধিনায়ক। তিনি বলেছেন, ‘পরপর সাত উইকেট হারানোয় আমি হতাশ। ইংল্যান্ডের বোলারদের ভালো বৈচিত্র্য ছিল। তবে লোরকান টাকার ভালো খেললেও রানআউট হয়ে যান।’
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালো করতে পারেনি। এমন কী দলটি ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান করেছিল এবং ম্যাচটি তারা জেতার মতো জায়গায় ছিল। কিন্তু এর পরে বৃষ্টি সব অঙ্ক পাল্টে দেয়। বৃষ্টির জꦛন্য ম্যাচ আর শুরু করা যায়নি।
বৃষ্টি নামলে ডাকওয়🍃ার্থ লুইস নিয়মে ইংল্যান্ড দল পিছিয়ে ছিল ৫ রানে। এই কারণেই জয় পেয়ে যায় আয়ারল্যান্ড। ইং🌠ল্যান্ড এখন গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে, যেখানে আয়ারল্যান্ডের জন্য এই জয়টি স্বস্তির ছিল। ইংল্যান্ডের হয়ে ডেভিড মালান করেন ৩৫ রান, মইন আলি ১২ বলে অপরাজিত ২৪ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।