পাকিস্তানের প্রাক্তন অভিজ্ঞ পেস বোলার ওয়াসিম আক্রমের গলায় শোনা গেল ভারতের তরুণ পেস বোলারের 𒀰প্রশংসা। আসলে ভারতের তরুণ পেস বোলার আর্শদীপ সিংয়ের প্রশংসা করেছেন আক্রম। আর্শদীপ প্রসঙ্গে আক্রম বলেছেন যে ভারতের তরুণ পেস বোলার হলেন টিম ইন্ডিয়ার সেরা ভবিষ্যত। ভারতীয় দলের তরুণ ফাস্ট বোলার আর্শদীপ সিং এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন। তিনি একটি দারুণ পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সুপার 12-এর সবকটি ম্যাচেই তিনি উইকেট পেয়েছেন। এবং এখন পর্যন্ত ৯টি উইকেট শিকার করেছেন আর্শদীপ সিং।
বুধবারের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিনি শেষ ওভারে 𒐪দুর্দান্ত বোলিং করেছিলেন। যার ফলে ডাকওয়ার্থ লুইসের নিয়মের ফলে টিম ইন্ডিয়া ৫ রানে এদিনের ম্যাচটি জিতে নেয়। তবে এদিনও ডেথ ওভারে দারুণ বোলিং করে প্রশংসিত হচ্ছেন আর্শদীপ। তিনি নিজের দেশে যেমন প্রশংসিত হচ্ছেন, আর্শদীপ সিং তেমনি প্রতিবেশী দেশ পাকিস্তানেও বেশ প্রশংসা পাচ্ছেন। আর্শদীপকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন অনেক প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটার।
আরও পড়ুন… ICC র্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান দখল করতেই সূর্যকুমারকে 🦩এভাবে শুভেচ্ছা জানালেন কোহলি
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম, ফাস্ট বোলার ওয়াকার ইউনিস, প্রাক্তন কোচ মিসবাহ-উল-হক এবং অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিকও আর্শদীপ সিংকে টিম ইন্ডিয়ার সেরা ভবিষ্যত বলে বর্ণনা করেছেন। ওয়াসিম আক্রম বলেন, ‘আমি এশিয়া কাপে এই বোলারের প্রতিভা দেখেছি এবং এখন সে অন𒀰ুযায়ী পারফর্ম করছে।’ ওয়াসিম আক্রম আরও বলেন, ‘ওয়াকার ও আমি এশিয়া কাপে তার প্রতিভা দেখেছি। সে বল দুই দিকেই সুইং করাতে পারে। তার একটি উজ্জ্বল ভবিষ্যত আছে, সে বুদ্ধিমান, ইয়র্কার ও স্লো বল করতে পারে। তার নেওয়া দুটি উইকেটই বদলে দেয় খেলার গতিপথ।’ এরপরে আক্রম আরও বলেন,&ღnbsp;‘ভারতের সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করা হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি তাতে বিরক্ত নয়। এই মনোভাবের খুদ দরকার।’
আরও পড়ুন… বরাতজোরে সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফির ফাইনালে বাংলা, সামনে হেভিওয়েট র﷽েলওয়েজ
এছাড়াও শোয়েব মালিক বলেছেন, ‘এশিয়া কাপের সময়, আর্শদীপ সিং অনেক ম্যাচে ব্যয়বহুল বলে প্রমাণিত হয়েছিলেন এবং তিনি একটি ক্যাচও মিস করেছিলেন, যা কঠোরভাবে সমালোচিত হয়েছিল কিন্তু তিনি তার আত্মবিশ্বাসকে হ্রাস প✃েতে দেননি। যে কারণে তার🌄 পারফরম্যান্স উজ্জ্বল হয়ে উঠেছে।’
প্রাক্তন অভিজ্ঞ ফাস্ট বোলার ওয়াকার ইউনিসও আর্শদীপ সিং সম্পর্কে বলেছিলেন, ‘সে ভারতীয় দলের ভꦿবিষ্যত। তার বল দুই দিকে সুইং করার শিল্প আছে এবং আমি মনে করি শীঘ্রই তাঁকে টেস্ট ম্যাচও খেলতে দেখা যাবে।’ মিসবাহ-উল-হক তার ডেথ বোলিং সম্পর্কে বলেছিলেন, ‘সে নতুন বলে আয়ত্ত করেছে তবে শেষ ওভারগুলিতে সে ইয়র্কার লেংথ বোলিং করেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে সে ব্যাটসম্যানের রুটে একটি বল ছাড়া বাকি সব বল ফেলেছে, যে কারণে প্রতিপক্ষ ব্যাটাররা বড় শট খেলতে পারেননি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।