ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়ে💙ছেন। ২০২২ আইপিএলের প্রথম মরসুমে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করার পরে, হার্দিক যা স্পর্শ করছেন তাই যেন সোনায় পরিণত হচ্ছে। এশিয়া কাপেও বল এবং ব্যাট হাতে বেশ ভালো পারফরম্যান্স করেছেন। এখন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও হার্দিকের থেকে দুর্দান্ত পারফরম্যান্স প্রত্যাশা করছে গোটা দেশ।
হার্দিক🎉কে প্রশংসায় মুড়ে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার এমন কী বলেছিলেন যে, এই অলরাউন্ডার এই বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপ💛ূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই সময় তিনি হার্দিক পাণ্ডিয়াকে তিনি রবি শাস্ত্রীর সঙ্গে তুলনা করেছিলেন।
আরও পড়ুন: চার পেসার নিয়ে ভারত ভুল করেছে-Tജ20 WC-র টিম ন🅷িয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি তারকা
সুনীল গাভাস্কার ইন্ডিয়া টুডে-ত বলেছিলেন, ‘হ্যাঁ, আমি মনে করি হার্দিক এটা করতে পারে, যা রবি শাস্ত্রী ১৯৮৫ সালে করেছিলেন, যেখানে রবি পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই দুর্দান্ত পারফরম্যান্স🐻 করেছিলেন। কিছু ভালো ক্যাচও ধরেছিলেন। হার্দিক পাণ্ডিয়াও এটি করতে সক্ষম।’
প্রসঙ্গত, রবি শাস্ত্রী ১৯৮৫ বিশ্বকাপে ৫ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরির গাত ধরে মোট ১৮২রান করেছিলেন এবং তিনি ꦰ8 উইকেট নিয়ে বোলিংয়েও অবদান রেখেছিলেন।
আরও পড়ুন: কোহলি ন﷽া রোহিত, টি২০-তে অজিদের♍ রাতের ঘুম কেড়েছেন কে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।