নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ওভারে হেরে গিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার লড়াই থেকে কার্যত ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। অঙ্কের বিচারে অবশ্য এখনও স্বপ্ন শেষ হয়ে যায়নি। ক꧅িন্তু সোমবার নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ায় যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অভাবনীয় কিছু না ঘটলে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের খেলার সম্ভাবনা নেই। কারণ আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ারের যে নিয়মের ভিত্তিতে খেলা হচ্ছে, তাতে ‘সুপার সিক্স’ পর্যায় থেকে দুটি দল বিশ্বকাপের মূল পর্যায়ে যাবে। আর সেই টিকিট পাওয়ার ক্ষেত্রে দুটি দল অনেকটা এগিয়ে আছে - জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা বা স্কটল্যান্ড। ওই দুই দলকে টপকে বিশ্বকাপের মূলপর্বের টিকিট জোগাড় করতে গেলে ওয়েস্ট ইন্ডিজের পুরো দলকে সম্ভবত আগামী কয়েকদিন প্রতিটি মাইꦗক্রো-সেকেন্ডে প্রার্থনা করতে হবে।
‘সুপার সিক্স’-র অঙ্ক
এবার বিশ্বকাপে কোয়ালিফায়ারের দুটি গ্রুপ থেকে তিনটি করে দল ‘সুপার সিক্স’ পর্যায়ে উঠেছে। বিশ্বকাপের মূলপর্বের বাকি দুটি জায়গার জন্য সেই পর্যায়ে ওই ছ'টি দল লড়াই করবে। আর সেখানেই আছে টুইস্ট। ‘সুপার সিক্স’ পর্যায়ে প্রতিটি দল পাঁচটি ম্যাচ খেলবে না। খেলবে তিনটি ম্যাচ। কারণ নিয়ম অনুযায়ী, যে দল যে গ্রুপ থেকে ‘সুপার সিক্স’ পর্যায়ে উঠেছে, সেই গ্রুপের কোনও দলের বিরুদ্ধে আর খেলবে না। অন্য গ্রুপের তিনটি দলের বিরুদ্ধে খেলবে সেই দল। প্রতিটি গ্রুপ থেকে ওঠা তিনটি দল প্রাথমিক পর্যায়ে নিজেদের মধ্যে যে ম্যাচগুলি খেলেছিল, সেই ম্যাচগুলির পয়েন্ট এবং নেট রানরেট ‘স🃏ুপার সিক্স’ পর্যায়ে যোগ হবে।
উদাহরণস্বরূপ, গ্রুপ ‘এ’ থেকে ইতিমধ্যে ‘সুপার সিক্স’ উঠে গিয়েছে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ। এবার জিম্বাবোয়ে যখন ‘সুপার সিক্স’ পর্যায়ে খেলতে নামবে, তখন আয়োজকদের ঝুলিতে চার পয়েন্ট থাকবে। কারণ গ্রুপ ‘এ’ থেকে ‘সুপার সিক্স’-এ ওঠা বাকি দুই দলের (নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ) বিরুদ্ধে প্রাথমিক রাউন্ডের ম্যাচে জিতেছিল জিম্বাবোয়ে। আবার নেদারল্যান্ডসের ঝুলিতে দু'পয়েন্ট থাকবে (জিম্বাবোয়ের কাছে হার এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়)। আর ক্যারিবিয়ানদের ঝুলিতে কোনও পয়েন্ট꧃ থাকবে না (জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের কাছে হার)।
সেভাবেই গ্রুপ ‘বি’ থেকে যে তিনটি দল (শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমান) ‘সুপার সিক্সে’ উঠেছে, সেই তিনটির মধ্যে দুটি দলের পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের থেকে বেশি হবে। শুধুমাত্র ওমান এবং ওয়েস্ট ইন্ডিজ একই জায়গায় থাকবে। কারণ শ্রীলঙ্কা এবং স্কটল্যান্ডের কাছে প্রাথমিক রাউন্ডে হেরেছে ওমান। অর্থাৎ ‘সুপার সিক্স’-এ প্রথম ম্যাচ খেলতে নামার আগে ওমানের ঝুলিতে শূন্য পয়েন্ট থাকবে।💫 এবার গ্রুপ ‘বি’ থেকে কোন দল চার পয়েন্ট নিয়ে ‘সুপার সিক্স’-এ লড়াই শু𝓀রু করবে, তা নির্ধারিত হবে মঙ্গলবার। শ্রীলঙ্কা এবং স্কটল্যান্ড ম্যাচে যে দল জিতবে, সেই দলের কাছে ‘সুপার সিক্স’-এ নামার আগে চার পয়েন্ট থাকবেই। অন্য দলের ঝুলিতে থাকবে চার পয়েন্ট।
'সুপার সিক্স'-র পয়েন্ট তালিকা
সেই পরিস্থিতিতে ‘সুপার সিক্স’-এ সব ম্যাচ জিতলেও ক্যারিবিয়ানদের পয়েন্ট বড়জোর ছয় হবে। সেখানে জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা/স্কটল্যান্ড একটি ম্যা🍷চ জিতলেই ছয় পয়েন্টে পৌঁছে যাবে। আর যেহেতু দুটি দল বিশ্বকাপের মূলপর্বের টিকিট পাবে, তাই ওয়েস্ট ইন্ডিজের কাজটা মারাত্মক কঠিন হবে। শুধু নিজেরাই জিতলে হবে না, অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে ক্যারিবিয়ানদের। যাঁরা 🏅প্রথম দুটি বিশ্বকাপ জিতেছিলেন। তারইমধ্যে মঙ্গলবারের ম্যাচের দিকেও তাকিয়ে থাকবেন ক্যারিবিয়ানরা। তাঁরা চাইবেন যে শ্রীলঙ্কাকে হারিয়ে দিক স্কটল্যান্ড। সেক্ষেত্রে খাতায়-কলমে কিছুটা স্বস্তি মিলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।