আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ দলে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসে♈বে জায়গা পে🌟য়েছেন স্মৃতি মন্ধনা। যদিও বর্ষসেরা ওয়ান ডে দলে রয়েছেন দুই ভারতীয় তারকা।
২০২১-এর সার্বিক পারফর্ম্যান্স দিয়ে ম🦂িতালি রাজ জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। যদিও ক্যাপ্টেন নির্বাচিত হননি তিনি। নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে ইংল্যান্ডের হেথার নাইটের হাতে। মিতালি ছাড়া আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ান ডেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ দলে রয়েছেন বাংলার ঝুলন গোস্বামী।
বর্ষসেরা ওয়ান ডে দলে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। তিনি ওপেনার তথা উইকেটকিপার হিসেবে ঠাঁই পেয়েছেন দলে। দক্ষিণ আফ্রিকার ♔লিজেল লি, মারিজান কাপ ও শাবনিম ইসমাইল জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। ওয়েস্ট ইন্ডিজ💦ের হেইলি ম্যাথিউজ ও আনিসা মহম্মদ রয়েছেন দলে। ক্যাপ্টেন নাইট ছাড়া বর্ষসেরা দলে ইংল্যান্ডের অপর প্রতিনিধি ট্যামি বিউমন্ট। পাকিস্তানের ফতিমা সানা মাথা গলিয়ে গিয়েছেন বর্ষসেরা একাদশে। বাংলাদেশের কোনও ক্রিকেটার জায়গা পাননি আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলে।
আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ান ডে দল: লিজেল লি (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (উইকেটকিপার, অস্ট্রেলিয়া), ♉ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড), মিতালি রাজ (ভারত), হেথার নাইট (ক্যাপ্টেন, ইংল্যান্ড), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), ফতিমা সানা (পাকিস্তান), ঝুলন গোস্বামী (ভারত), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), আনিসা মহম্মদ (ওয়📖েস্ট ইন্ডিজ)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।