বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচেই চমক দিল ওমান। ১১ বল বাকি থাকতে ৫০ ওভারের বিশ্বকাপের টিকিট পাওয়ার ক্ষেত্রে অন্যতম ‘ফেভারিট’ আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে দিল এশিয়ার দল। সেই জয়ের ফলে ইতিহাস🍃 তৈরি করে ফেললেন জিশান মাকসুদ, আয়ান খানরা। এই প্রথম কোনও টেস্ট খেলিয়ে দেশের (আইসিসির পূর্ণ সদস্য) বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেট ম্যাচে জিতল ওমান। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অধিনায়ক জিশান। আর উলটোদিকে মাত্র দুটি জায়গার জন্য যেখানে ১০ টি দল লড়ছে, সেখানে ‘আন্ডারডগ’ ওমানের কাছে হেরে গিয়ে জোরদার ধাক্কা খেলেন জোশ লিটল, অ্যান্ডি বলবির্নিরা।
সোমবার বুলাওয়াতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। ব্যাট করতে নেমে ওপেন♒িং জুটিতে ৫০ রানের গণ্ডি পার করে ফেলে আয়ারল্যান্ড। কিন্তু তারপরই ধাক্কা খান আইরিশরা। নবম ওভারের শেষ বল এবং দশম ওভারের প্রথম বলে উইকেট তুলে নেয় ওমান। আউট হয়ে যান পল স্টার্লিং এবং অ্যান্ডি ম্যাকব্রাইন। তারপরই খেই হার🌱িয়ে ফেলে আয়ারল্যান্ড। কিছুক্ষণ পর ড্রেসিংরুমে ফিরে যান বলবির্নি। ৮.৫ ওভারে বিনা উইকেটে ৫১ রান থেকে ১৬ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৬৯ রান।
তারপর আইরিশদের ইনিংসের হাল ধরেন লরকান টাকার এবং হ্যারি টেক্টর। বড় কোনও জুটি গড়তে না পারলেও সাময়িক বিপর্যয় রুখে দেন তাঁরা। তারপর জর্জ ডাকওয়েলেরไ সঙ্গে জুটি গড়ে আয়ারল্যান্ডকে কিছুটা ভদ্রস্থ স্কোরে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেন টেক্টর। ৮৯ বলে ৯১ রানে অ🃏পরাজিত থাকেন ডকরেল। ৮২ বলে ৫২ রান করেন টেক্টর। ১৪ বলে ২০ রান করেন গ্যারেথ ডেলানি। শেষের দিকে মার্ক এডের এবং গ্রাহাম হিউম ১৫ রান করেন। তাঁদের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮১ রান তোলে আয়ারল্যান্ড। অন্যদিকে, ওমানের হয়ে দুটি করে উইকেট পান বিলাল খান ও ফায়াজ বাট। একটি করে উইকেট নেন জিশান, আয়ান এবং জয় ওদেরা।
আরও পড়ুন: ICC ODI WC༺🅰 Qualifiers 2023: হাসারাঙ্গার ৬ উইকেট! UAE কে ১৭৫ রানে হারাল শ্রীলঙ্কা
ব্যাটিংয়ে সেই ধাক্কা সামলে খেলেও বোলিং আক্রমণ ভালো হওয়ায় জয়ের বিষয়ে মোটামুটি নিশ্চিত ছিল আয়ারল্যান্ড। শুরুটাও ভালো করেন আইরিশরা। চতুর্থ ওভারে ওমানের ওপেনার জোতিন্দর সিংকে আউট করেন এডের। কিন্তু তারপরই প্রতিরোধ গ🐼ড়ে তোলেন কাশ্যপ প্রজাপতি এবং আকিব ইলাস। দু'জনের জুটিতে ৯৪ রান ওঠে। ৪৯ বলে ৫২ রান করে আকিব আউট হয়ে গেলেও জিশানের সঙ্গে ওমানকে টানতে থাকেন কাশ্যপ।
আরও পড়ুন: জাহান্নমে যাও- ভারতীয় দলের পাকিস্তান না যাওয়া নিয়ে 🐭ICC ODI ꦯWC বয়কটের দাবি তুললেন মিয়াঁদাদ
তারপর ওমান তিনটি উইকেট হারালেও প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজন অর্ধশতরান করায় এশিয়ার দলের উপর বাড়তি চাপ তৈরি করতে পারেনি আয়ারল্যান্ড। শেষপর্যন্ত ১১ বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ওমান। ৭৪ বলে ৭২ রান করেন কাশ্যপ। ৬৭ বলে ৫৯ রান করেন জিশান। ৫৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন মহম্মদ নাদিম। ২১ বলে ২১ রান করেন আয়ান। ১৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন শোয়েব 𒀰খান। লিটল এবং এডের দুটি করে উইকেট পান। একটি উইকেট নেন ডকরেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।