শুভব্রত মুখার্জি: কেপ টাউন টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে ৭৯ রানের এক অত্যন্ত লড়াকু ইনিংস উপহার দিয়েছেন ভারতীয় সিনিয়র টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। বলা ভালো তার ৭৯ রানের ইনিংসꦑে ভর করেই ভারত তাদের প্রথম ইনিংসে ২২৩ রানের সম্মানজনক রান করতে সমর্থ হয়। ২০১ বল খেলে এই ৭৯ রান করেন বিরাট। এক অত্যন্ত ধৈর্য্যশীল ইনিংসের পরিচয় দেন তিনি। অফ স্ট্যাম্পের বাইরের বল যতটা পেরেছেন ছেড়ে দিয়েছেন। ড্রাইভ যতটা পেরেছেন কম খেলার চেষ্টা করেছেন। আর ভারত অধিনায়কের এই ইনিংস দেখার পরেই প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সলমন বাট মনে করেন কোনও তরুণ ক্রিকেটার যদি শীর্ষ পর্যায়ে ভালো ব্য🍒াট করতে চান তাহলে বিরাটের এই ইনিংসটা তার কাছে শিক্ষামূলক হতে পারে।
বাট মনে করেন টেস্ট ক্রিকেটার হতে গেলে যে কোন তরুণের কাছে এই ইনিংস শিক্ষণীয়। নিজের ইউটিউব চ্যানেলে বাট ইনিংসট♈ি নিয়ে বিশ্লেষণ করেন। তখন তিনি বলেন, ‘ইনিংসটি ভিন্টেজ কোহলির কথা মনে করিয়ে দিয়েছে সকলকে। শৃঙ্খলার এক অসাধারণ প্রর্দশনী ঘটিয়েছেন বিরাট। শীর্ষ পর্যায়ে ভাল পারফরম্যান্স করতে গেলে এই ধরণের শৃঙ্খলাপারায়ণ হতে হবে আপনাকে।’
বাট আরও যোগ করেন, ‘এই উইকেඣটে আপনি লেন্থ দেখে বল ছাড়তে পারেন। সেটা করতে পারলে আপনি নিজেই বুঝতে পারেন আপনি ভালো ফর্মে আছেন। শুরুতে বল সিম করছিল। কোহলি নিজের শরীরে একাধিক বলের আঘাত খেয়েছেন। তবে ওর ব্যাটিংয়ের মধ্যে দিয়ে ও অসাধারণ ধৈর্য্য এবং কমান্ডের পরিচয় দিয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।