চুক্তিও করবে না আবার অন্য কোথাও খেলতেও দেবে না, এমনটা আবার হয় নাকি? ক্রিস লিনের সমর্থনে ব্যাট ধরে ইয়ান চ্যাপেল জানালেন, তিনি এমন পরিস্থিতে পড়লে ক্রিকেট অস্ট🌟্রেলিয়াকে আদালতে টেনে নিয়ে যেতেন। অজি কিংবদন্তি নিশ্চিত যে, লিন আদালতে গেলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মুখ পুড়বে।
আসলে আমিরশাহির নতুন টཧি-২০ লিগে খেলবেন বলে মার্কি প্লেয়ার হিসেবে নিজের নাম নথিভুক্ত করান ক্রিস লিন। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাঁকে ছাড🧔়পত্র দেবে না বলে খবর।
অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশের সময়েই অনুষ্ঠিত হবে UAE-র ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএল টি-২০ (ILT20)। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার ভয়, লিনকে ছাড়লে ডেভিড ওয়ার্নারের মতো মহাতারকাকেও আমিরশাহির লিগের জন্য ছেড়ে দিতে হতে পারে তাদের। কেননা ওয়ার্নারের সামনেও মোটা অঙ্কের প্রস্তাব রয়েছে আমিরশাহির লিগে খেল📖ার জন্য।
এপ্রসঙ্গে চ্যাপেলের উপলব্ধি, যদি বোর্ড ক্রিকেটারদের উপার্জনের পথ খুঁজে দিতে না পারে, তবে তাঁদের উপার্জন♑ের পথ বন্ধ করার অধিকার নেই। ক্রিস লিনের সঙ্গে এই মুহূর্তে চুক্তি নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার। রাজ্যদল কুইন্সল্যান্ডের সঙ্গেও লিন চুক্তিবদ🔴্ধ নন। তাই ইয়ানের ধারণা, লিনকে আটকানোর কোনও অধিকার নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মতে, তাহলে তুমি ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের দিনগুলিতে ফিরে যাও, যখন ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে বোর্ডকে আদালতে ♏নিয়ে যাওয়া হয়েছিল। ক্রিস লিনের ক্ষেত্রে বিষয়টা সেকরমই। ক্রিকেট অস্ট্রেলিয়া ওর সঙ্গে চুক্তি করেনি। কুইন্সল্যান্ডের সঙ্গেও ওর চুক্তি নেই। তাহলে ওকে আটকাচ্ছে কেন? আমি যদি ক্রিস লিন হতাম এবং যদি আমিরশাহিতে খেলতে চাইতাম, তাহলে আমি বোর্ডকে আদালতে টেনে নিয়ে যেতাম। আমার মনཧে হয় না ক্রিকেট অস্ট্রেলিয়া মুখ পোড়াতে চাইবে। এটা পরিষ্কার ব্যবসায়িক স্বার্থে বাধা দেওয়া। তুমি ওর সঙ্গে চুক্তিও করবে না, আবার অন্য কোথাও খেলতেও দেবে না, এটা আবার হয় নাকি!’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।