দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজে ঋষভ পন্তের অধিনায়কত্ব ২-২ ড্র করেছে ভারতীয় দল। ঋষভ পন্তের নেতৃত্বে প্রথম দুটি ম্যাচে হেরেছিল টিম ইন্ডিয়া। সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্ট🐻ি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। পন্ত এবং প্রতিপক্ষের অধিনায়ক কেশব মহারাজ ট্রফি ভাগ করে নেন। এরপরে ঋষভ পন্তের নেতৃত্ব এবং ব্যাটিং নিয়ে একগুচ্ছে প্রশ্ন উঠেছে।
সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিও ঋষভের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে দীনেশ কার্তিকের উত্থানের সঙ্গে সঙ্গে পন্তের দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়💝াও স▨িরিজে পন্তের পারফরম্যান্সের নিন্দা করেছেন। কানেরিয়া মনে করেন ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট পরিপক্ক নন পন্ত। কানেরিয়ার মতে নেতৃত্বের চাপ পন্তের ব্যাটিংকে প্রভাবিত করছে।
আরও পড়ুন… প্রথম একাদশে সুযোগ পাননি সঞ্জু স্🎐য🌟ামসন! অবাক নন আশিস নেহরা
নিজের ইউটিউব চ্যানেলে দানিশ কানেরিয়া বলেন,‘ঋষভ পন্ত অধিনায়ক হওয়ার মতো যথেষ্ট পরিপক্ক নন। তিনি দক্ষিণ𝓡 আফ্রিকা সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। অধিনায়কত্বও তার ব্যাটিংয়ে প্রভাব ফেলত🃏ে পারে। আমার মনে হয় তার ক্যাপ্টেন হওয়া উচিত নয়।’
আরও পড়ুন… প্র🌳থম একাদশে সুযোগ পাননি সঞ্জু স্যামসন! অবাক নন আশিস নেহরা
দানিশ কানেরিয়া বলেন, ‘আমি অবাক হয়েছি, কেন যে কোহলির নাম প্রস্তাব করা ♎হচ্ছে না। পন্ত এবং বুমরাহ এজবাস্টনে দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে রয়েছেন। পূজারা এত দিন ধরে ইংল্যান্ডে খেলছেন। রোহিতকে না পাওয়া গেলে তিনিও দলের নেতৃত্ব দিতে পারেন। ভারতের জন্য সেরা বিকল্প হল কোহলি। ভারত যদি অন্য কোনও বিকল্প খুঁজে না পায় তবে তিনি ফিরতে পারেন। তবে আমি আশাবাদী যে রোহিত পঞ্চম টেস্টে দলের নেতৃত্ব দে𒁃বেন।’
আরও পড়ুন… প্রথম একাদশে সুযোগ পাননি সঞ𝓀্জু স্যামসন! অবাক নন আশিস নেহরা
দানিশ কানেরিয়া আরও বলেন, ‘বিসিসিআই ইঙ্গিত দিয়েছে যে রোহিতকে পা🅘ওয়া না গেলে পন্ত, বুমরাহ বা অ🎶শ্বিনকে অধিনায়কত্ব দেওয়া হতে পারে। বুমরাহকে অধিনায়কত্বের ভার দেওয়া উচিত নয় এবং তার বরং তার বোলিংয়ে মনোনিবেশ করা উচিত। তিনি নেতৃত্ব দেন সেটা আমি চাই না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।