নাগপুর টে𝄹স্ট শুরুর বেশ কিছুদিন আগে থেকেই ঘাসে ভরা বাইশগজের ছবি ঘোরাফেরা করছিল সংবাদমাধ্যমে। যদিও পরে ঘাস ছেঁটে স্পিনারদের অনুকূল করে তোলা হয় পিচ। ভারতীয় স্পিনাররা প্রথম দিন থেকেই ছড়ি ঘোরান নাগপুরের বাইশগজে। ভারত তিন দিনেই প্রথম টেস্ট জিতে নেয়।
নাগপুরের পিচ নিয়ে অস্ট্রেলিয়া শিবির স্বাভাবিকভাবেই খুশি ছিল না। অজি সংবাদমাধ্যম বাইজগজ নিয়ে বিস্তর প্রশ্ন তোলে। এমন পরিস্থিতিতে দিল্লির দ্বিতীয় টেস্টের আগে ফের আগ্রহের কেন্দ্রে কোটলার পিচ। যদিও মূল পিচের তো দূরের কথা, বরং দিল্লির প্র্যাক🍨্টিস পিচের মুখ দেখাও দুষ্কর ছিল ম্যাচের দিন তিনেক আগে।
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচও যে স্পিন সহায়ক হবে, তা অনুমান করার 🧸জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। তবে কোটলায় বল কতটা ঘুরবে꧒, সবার নজর এখন সেই দিকেই।
দিল্লির পিচকে যতটা সম্ভব আড়ালে রাখার চেষ্টা করা হচ্ছে ডিডিসিএ-র তরফে। তবে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় বাইশগজ নিয়ে ধোঁয়াশায় থাকতে রাজি নন। কোনও ঝুঁকি না নিয়ে তিনি আগেভাগে হাজির হন অরুণ জেটলি স্টেডিয়ামে। এক বিসিসিআই সূত্𒆙র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে, দ্রাবিড় দিন দুয়েক মাঠে এসে পিচ দেখে গিয়েছেন। যে পিচে খেলা হবে, তাতে কড়া নজর রয়েছে টিম ইন্🃏ডিয়ার হেড কোচের।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে একত্রিত হন ভারতীয় দলের ক্রিকেটাররা। রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, 🤡রবীন্দ্র জাদেজা ও কেএস ভরত নাগপুর থেকে সরাসরি দিল্লিতে পৌঁছন। তবে প্রথম টেস্ট নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাওয়ায় বাকিদের ছুটি কাটানোর অনুমতি দেওয়া হয়।
অস্ট্রেলিয়া দলও মঙ্গলবারই দিল্লিতে পৌঁছয়। যদ🐼িও মিচেল স্টার্ক দিন দু'য়েক অনুশীলন করছেন দিল্লিতে। স্টার্ক চোটের জন্য নাগপুরের প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি।
নাগপুরের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৫টি ও রবিচন্দ্রন অশ্বিন ৩টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৫টি উইকেট নেন। জাদেজা ২টি ও অক্ষর প্য়াটেল ১টি উইকেট ꦿপকেটে পোরেন। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে ভারতের স্পিনাররা ১৬টি উইকেট দখল করেন। ৪টি উইকেট নেন টিম ইন্ডিয়ার পেসাররা। ম্যাচে শামি ৩টি ও সিরাজ ১টি উইকেট সংগ্রহ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।