শুভব্রত মুখার্জি: বর্ডার-গাভাসকার ট্রফিতে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ভারতীয় দল। নাগপুর টেস্ট জিতে ১-০ তে এগিয়ে রয়েছে তারা। এক ইনিংস এবং ১৩২ রানের বিরাট ব্য♛বধানে তারা হারিয়েছে অস্ট্রেলিয়া দলকে। টেস্টে ভারত অবশ্য একবার মাত্র ব্যাট করেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেই হয়নি তাদের। প্রথম ইনিংসে ভারত যে লিড নিয়েছিল, অজিরা দ্বিতীয় ইনিংসে তার ধারেকাছে পৌঁছতে পারেনি। ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তারকা স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। যদিও টেস্টে ভারতের হয়ে তিন নম্বরে পাকাপাকি ভাবে ব্যাটিংটা করেন চেতেশ্বর পূজারা। তিন নম্বরে ব্যাট করতে নামার আগে পূজারার সঙ্গে কী আলোচনা হয়েছিল, তা এ বার জনসমক্ষে আনলেন অশ্বিন।
আরও পড়ুন: ও𝓡রা♏ তো প্লেন থেকেও রাফ প্যাচ দেখতে পায়- নাগপুরের পিচ নিয়ে রবীন্দ্র জাদেজা
ম্যাচ শেষে বিষয়টি নিয়ে আলোচনা কর♎েন অশ্বিন। তিনি পূজারাকে ধন্যবাদও জানিয়েছেন, তাঁকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দেওয়াতে। নাগপুরে ভারতের হয়ে তিন নম্বরে ‘নাইট ওয়াচম্যান’ অর্থাৎ নৈশপ্রহরী হিসেবে ব্যাট করতে নেমেছিলেন অশ্বিন। তিনি বলেছেন, ‘আমি ২২ গজে নেমে ব্যাটিংটা করতে চেয়েছিলাম। ড্রেসিংরুমে ঘন্টার পর ঘন্টা বসে থেকে থেকে আমার কেমন জানি, দমবন্ধ লা𓂃গছিল। আমি তাই মাঠে নেমে ব্যাট করতে মুখিয়ে ছিলাম। যখন, যেমন সুযোগ আসে, তার জন্য আমি সব সময়ে প্রস্তুত থাকি। সেটাকে গ্রহণ করতে।পূজিকে আমি যতটা চিনি, তাতে আমি নিশ্চিত ছিলাম এটা (৩নম্বরে ব্যাটিং) হতে চলেছে।’
অশ্বিন যোগ করেন, ‘আমি পূজারাকে জিজ্ঞাসা করেছিলাম যে, ও কি নাইট ও𒁏য়াচম্যান হিসেবে কভার চায়, এবং ও হ্যাঁ বলেছিল। তখন দিনের খেলা শেষ হতে ২০ মিনিট ব🐻াকি ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।