না꧅গপুরের ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়া ল্যাজেগোবরে হওয়ার পরে যাবতীয় আগ্রহের কেন্দ্রে ছিল দিল্লির বাইশগজ। কোটলার পিচ কেমন হয়, তা জানার আগ্রহ বেশি ছিল অজি শিবিরের। যদিও আগেভাগে দিল্লির পিচ নিয়ে কোনও স্বচ্ছ্ব ধারণা করা সম্ভব হয়নি তাদের পক্ষে। কেননা ডিডিসিএ বাইশগজের ধারেকাছে ঘেঁষতে দেয়নি ক্যামেরাম্যানদের।
ম্যাচের দিন তিনেক আগেও পিচের মুখ দেখতে না পাওয়ায়া গোঁসা হয় অজি মিডিয়ার। তবে শেষমেশ൩ যখন ঘোমটা ওঠে কোটলার বাইশগজের, মুখ চুন অজি ক্রিকেটমহলের।
দিল্লি টেস্ট শুরুর আগের দিন ভিন্ন ছবি দেখা যায় দুই শিবিরে।ﷺ একদিকে যেমন বাইশগজের চেহারা দেখে উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি জাদেজা-সূর্যকুমাররা। অন্যদিকে পিচে হামাগুড𝔍়ি দিয়ে তাঁর সম্ভাব্য চরিত্র বোঝার পরে থমথমে মুখ স্টিভ স্মিথদের। বুঝে নিতে অসুবিধা হয় না যে, অরুণ জেটলি স্টেডিয়ামেও ভারতীয় স্পিনারদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অস্ট্রেলিয়াকে।
পিচ নিয়ে আগ্রহ অবশ্য নিতান্ত কম ছিল না ভারতীয় শিবিরেরও। সেকারণেই কোট🌠লায় অনুশীলনে নামার অনেক আগেই হেড কোচ রাহুল দ্রাবিড় স্টেডিয়ামে 💛পৌঁছে যান পিচ দেখার জন্য। একবার নয়, একাধিকবার তিনি পিচ দেখতে যান বলে খবর।
সঙ্গত কারণেই ভারতীয় দল দিল্লিতে ঘূর্ণি পিচ চাইবে। কেননা নাগপুরেই দু'দলের স্পিন খেলার দক্ষতার ফারাক বোঝা গিয়ছে। অস্ট্রেলিয়া যে পিচে দুই ইনিংসে যথাক্রমে ১৭৭ ও ৯১ রানে অল-আউট হয়, ভারত সেখানে একটি ইনিংসে ব্যাট করে ৪০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। সমস্যাটা যে স্পিনারদের বিরুদ্ধে অজি ব্যাটসম্যানদের প্রয়োগ কৌশলে, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। সে কারণেই অজিদের স্পিন আতঙ♓্ক আরও বাড়িয়ে তুলতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।
উল্লেখ্য, নাগপুরের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৫টি ও রবিচন্দ্রন অশ্বিন ৩টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৫টি উইকেট নে🐼ন। জাদেজা ২টি ও অক্ষর প্য়াটেল ১টি উইকেট পকেটে পোরেন। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে ভারতের স্পিনাররা ২০টির মধ্যে ১৬টি উইকেট দখল করেন। ৪টি উইকেট নেন টিম ইন্ডিয়ার পেসাররা। ম্যাচে মহম্মদ শামি ৩টি ও মহম্মদ সিরাজ ১টি উইকেট সংগ্রহ করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।