শুভব্রত মুখার্জি: চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে-তে ভারতকে ২১ রানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরপর দু'টি ম্যাচ জিতে পিছিয়ে পড়েও সিরিজ জিতেছে স্টিভ স্মিথ বাহিনী। সিরিজে দুই দলের মধ্যে ব্যাট হাতে কার্যত ফারাক গড়ে দিয়েছেন অজি অল🍒রাউন্ডার মিচেল মার্শ। ৩১ বছর বয়সি এই তারকা অলরাউন্ডার প্রথম বার ক্যারিয়ারে ওপেন করতে নেমেই উপহার দিয়েছেন মারকাটারি ইনিংস। তাঁর এই দুরন্ত পারফরম্যান্সের জন্য সিরিজ সেরাও ঘোষণা করা হয়েছে তাঁকে। সিরিজ সেরা হওয়ার পর মিচেল মার্শ জানিয়েছেন, ওপেনিংয়ে নেমে উপভোগ করেছেন খেলাটা। তিনি আশা প্রকাশ করেছেন, দিল্লি ক্যাপিটালসেও খেলাটা তিনি এ ভাবেই উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: চেনা উইকেট,🃏 তাও কোনও ব্যাট𝕴ার ধরে খেলতে পারল না, আক্ষেপ রোহিতের গলায়
পুরস্কার বিতরণ শেষে মিচেল মার্শ বলেছেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার মধ্যে স্বভাবসিদ্ধ একটা আক্রমণাত্মক মেজাজ রয়েছে। (ওপেনিং) করাটা আমি খুব উপভোগ করেছি। আমি জানি, আমার ছোট একজন সতীর্থ রয়েছেন ওয়ার্নার (ডেভিড), যিনি একদিন না একদিন ফিরে আসবেন (ওপেনিংয়ে)। আমি দীর্ঘ একটা সময় ব্রেক নেওয়ার পরে ফের ফিরে এসেছি। এই সময়ে আমি♏ আমার খেলার বিভিন্ন দিক নিয়ে কাজ করেছি। এখানে একদম তরতাজা অবস্থায় ফিরে এসেছি। দারুণ সময়টা কাটছে।আশা করব দিল্লির (ক্যাপিটালসের) সঙ্গে সময়টাও আমি উপভোগ🗹 করতে পারব।’
আরও পড়ুন: ঘরে টানা ২৬ ODI সিরিজে অপরাজেয় ꦏভারতের ‘দৌড়’ থামাল অজিরা, ২০❀১৬-তে রুখেছিল ১৮-তে
সিরিজে মিচেল মার্শ মোট ১৯৪ রান করেছেন। গড় ১৩১.০৮। স্ট্রাইক রেট ৯৭। আর এই দ💖ুরন্ত পারফরম্যান্সের কারণেই তিনি সিরিজ সেরা হয়েছেন। অজিদের হয়ে খেলতে নেমে এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সিরিজ সেরার পুরস্কার। এর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার, ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে সেরার পুরস্কার পান তিনি। এদিনও চেন্নাইতে ৪৭ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেছেন তিনি। ৪৭ বলে ৪৭ রান করে হার্দিক পাণ্ডিয়া বলে এদিন বোল্ড হতে 🍬হয় তাঁকে। তার আগে অবশ্য তিনি তাঁর ইনিংসে হাঁকিয়েছেন আটটি চার এবং একটি বিরাট ছয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।