ইন্দোরে টিম ইন্ডিয়ার ৯ উইকেটে বাজে ভাবে হারের কারণ হিসেবে আত𓂃্মতুষ্টি এবং গা-ছাড়া ভাবকে দায়ী করেছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। কিন্তু এই দাবি মানতে রাজি নন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
আমেদাবাদে শেষ টেস্টের আগে সাংবাদিকদের রোহিত বলেছেন, ‘সত্যি বলতে, পরপ𒐪র দু'টি টেস্ট ম্যাচ জেতার পরেও যদি বাইরের লোকজন মনে করে যে, আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম, তবে এটি ভুল কথা। কারণ আমরা চারটি ম্যাচেই আমাদের সেরাটাই দিতে চাইব। ২টি টে🔴স্ট জেতার পরেই কেউ সেই ধারাটা নষ্ট করতে চাইবে না।’
আরও পড়ুন: আমেদাবাদে ২টি পিচ তৈরি রাখছে BCCI? ছব🦄ি ভাইরাল হত💝েই উত্তেজনা চরমে
তিনি আরও বলেছেন, ‘যাঁরা অতিরিক্ত আত্মতুষ্টি হওয়ার কথা বলছেন, বিশেষ করে যাঁরা ড্রেসিংরুমের অংশ নযন, তাঁরা জানে না যে, ড্রেসিংরুমে কী ধরনের আলোচনা হয়।🤪 ম্য়াচের ক্ষেত্রে নির্মম এই শব্দটিই আমার মনে আসছে। এবং এটি আমাদের দলের প্রতিটি ক্রিকেটারেরই মনে হয়ে থাকে। 💎প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি না ছাড়ার মানসিকতা নিয়েই প্রত্যেকে খেলে। বিশেষ করে অস্ট্রেলিয়া যখন ভারত সফরে এসেছে। এবং আমরা যখন বাইরে সফর করেছি, তখনও এটি অনুভব করেছি। বিরোধী দল আপনাকে কখনও-ই খেলায় ফিরতে দেবে না, কখনও-ই সিরিজে ফিরতে দেবে না এবং আমাদেরও সেই মানসিকতাই রয়েছে।’
রোহিত শর্মা এখানেই থামেনন🍸ি। তিনি যোগ করেছেন, ‘আমরা সব খেলাতেই সেরাটা দিতে চাই। বꩵাইরের লোকেদের কাছে যদি মনে হয়, আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম। তবে সেটা অবশ্য আমাদের কাছে কোনও ব্যাপারই না। কারণ রবি নিজে এই ড্রেসিংরুমে বহু দিন ছিলেন, এবং তিনি জানেন, আমরা কেমন মানসিকতার। আমরা যখন খেলি তখন নির্মম হয়ে যাই। আত্মতুষ্টির কোনও জায়গা থাকে না।’
আরও পড়ুন: অ্যা💫শেজে জায়গা হারাতে পারেন ওয়ার্নার, পরিবর্তে হ্যান্ডসকম্ব,নাকি থাকছে নতুন চমক?
ইন্দোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত প্রথম সেশনে সাত উইকেট হারিয়ে বসে থাকে এবং মাত্র ১০৯ রানেই অলআউট হয়ে যায়। কারণ ম্যাথিউ কুনম্যান ১৬ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে ভারতের ব𓂃্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া বড় ইনিংস খেলার পরিবর্তে ১৬৩ রানে অলআউট হয়ে যায়। ৭৬ রানের লক্ষ্য পেয়ে অস্ট্রেলিয়া সহজেই সেই রান তাড়া করে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।