ভারত এবং অস্ট্রেলিয়ার বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটার আমদাবাদের পিচ নিয়েও বেশ বিরক্তিಞ প্রকাশ করেছেন। বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট ম্য়াচটি ড্র হয়ে গেল। সিরিজ ২-১ জিতল ভারত। তবে প্রথম তিন টেস্টে নাকানিচোবানি খেয়েছেন ব্যাটাররা। ক্রিজে টিকেই থাকতে পাচ্ছিলেন না দুই দলের ব্যাটসম্যানরাই। তবে আমদাবাদে পিচের চরিত্র একেবারে ভিন্ন। চতুর্থ দিনের শেষে মাত্র ২০ উইকেট পড়ে। প্রথম দুই ইনিংস শেষ হতেই চার দিন লেগে যায়। পঞ্চম দিনে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়ে যায়।
ইন্দোরের পিচকে আইসিসি খারাপ বলে আখ্যা দিয়েছিল। আর তার পরেই কিউরেটররা আমদাবাদে এমন পিচ তৈরি করেছে, যেখানে মূলত ব্যাটারদেরই দাপট ছিল। একেবারেই সাহায্য পায়নি বোলাররা। আমদাবাদে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৮০ রান করে, যার জবাবে ভারত প্রথম ইনিংসে ৫৭১/♚৯ রান করে। নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৭৫ করে। এই ম্যাচটিতে হয় চারটি সেঞ্চুরি। উসমান খোয়াজা, ক্যামেরন গ্রিন, শ𒊎ুভমান গিল এবং বিরাট কোহলি শতরান করেন।
আরও পড়ুন: কোহলি যে ভাবে রান নিচ্ছিলেন,মনে হয়নি অসুস্থ- অন♋ুষ্কার দাবি ⛎কার্যত অস্বীকার অক্ষরের
বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট ড্র হওয়ায়, রবি শাস্ত্রী, দীনেশ কার্তিক এবং মার্ক ওয়ারা বিরক্ত। অস্ট্রেলিয়ার তারকা প্লেয়ার মার্ক ওয়া সিরিজে ব্যবহৃত পিচ নিয়ে তাঁর বিরক্তি একেবারেই লুকোননি। তিনি পিচ নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি আমদাবাদের পিচকে ‘২২ দিনেꦑর উইকেট’ বলে অভিহিত করেছেন।
মার্ক ফক্স স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় বলেছেন, ‘শেষ তিনটি টꦡেস্ট ছিল দু''দিনের পিচ, কিন্তু এটি (আমদাবাদ) 🐠২২ দিনের পিচ। এটাও একেবারেই ভালো নয়, (ভারত) জানত সিরিজ জিততে তাদের শুধুমাত্র ড্র দরকার, এবং ভারত এমন ভাবে ব্যাট করেছে যে তারা ড্র চায়, সেটা পরিষ্কার। খুব হতাশাজনক।’
আরও﷽ পড়ুন: এটা কেমন শট? জাড্ডুর উইকেট ছুড়ে দেওয়া নিয়ে রেগে লাল গাভাসক🔜র- ভিডিয়ো
রবি শাস্ত্রী এবং দীনেশ কার্তিক আবার হোস্ট ব্রডকাস্টার স্টারের ধারাভাষ্য প্যানেলের অংশ ছিলেন। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জবাব দেন,, ‘আমাদের এই সংখ্যাগুলি সম্পর্কে কথা বলতে হবে - সাত দিনে ৯১ উইকেট এবং চার দিনে ১৫ উইকেট।’ তিনি আরও বলেন, ‘তা হলে আপনারা কী চান, এই ধরণের পিচ না আগের পিচগুলির মতো? আপনি তিন দিনে শেষ করতে চান না। এটা নিয়ে সম্পূর্ণ রূপে আমিও একমত, তবে এটি অদক্ষ ব্যাটিংয়ের কারণ𒁃েও তিন দিনে শেষ হতে পারে। আমি আশা করি যে, ভারতীয় পিচগুলি নিয়ে সমালোচনা যাঁরা করেছিলেন, সেই নিন্দুকেরা এ বার খুশি।’
অস্ট্রেলিয়া আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। ঈর 🧸ক্রাইস্টচার্চে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার-নিউজিল্যান্ডের ম্যাচও ড্🧸র হয়ে গিয়েছে। স্বাভাবতই ভারতও পৌঁছে গেল ফাইনালে। তবে ম্যাচটি যদি শেষ হত এবং শ্রীলঙ্কা জিতত, তবে কপালে দুঃখ ছিল রোহিত শর্মাদের।
তার পরেও আমদাবাদের পিচ নিয়ে অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হ্যাডিন দাবি করেছেন যে, ভার💃ত ইচ্ছাকৃত ভাবে দীর্ঘ ব্যাটিং করেছে, যাতে অজিরা যখন ব্যাট করতে নামবে, তখন তাদের খেলার জন্য খুব বেশি সময় অবশিষ্ট না থাকে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে যায়, তখন তাদের খেলার কিছু বাকি ছিল না। যখন খেলার কিছু থাকে না, তখন ব্যাট করা বিপজ্জনক।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।