অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের চতুর্থ দিনে টিম ইন্ডিয়ার ব্যাটররা দুরন্ত ছন্দে ছিলেন। এবং তারা তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৭০ রান করে। শ্রেয়স আইয়ারের চোটের কারণে তিন🍷ি ব্যাট করতে নামতে পারেননি।
টেস্টের তৃতীয় দিনে শুভমন গিল একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। আর চতুর্থ দিন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকান। তিনি ১৮৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। কোহলির লক্ষ্য ছিল ডাবল সেঞ্চুরি করা। কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটাররা উইকেটে টিকতে না থাকার কারণে শেষ পর্যন্ত কোহলি নিজের রানের গতি বাড়াতে আক্রমণের পথে হাঁটেন। এবং টড মার্ফির বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিꦗপ মিডউইকেটে ক্যাচ দিয়ে বসেন।
আরও পড়ুন: এটা কেমন শট? জ💖াড্ডুর উইকেট ছুড়ে🌳 দেওয়া নিয়ে রেগে লাল গাভাসকর- ভিডিয়ো
তার ইনিংসটি দেখে উচ্ছ্বসিত কোহলি ভক্তরা। এমন কী প্রাক্তন ক্রিকেটাররাও তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে কোহলি সম্পর্কে একটি বড় সত্যি প্রকাশ করেছেন। অনুষ্কা তাঁর ইনস্টাগ্ཧরাম স্টোরিতে দাবি করেছেন, কোহলি রবিবার মাঠে নামলেও ‘অসুস্থ’ ছিলেন। অনুষ্কা লিখেছেন, ‘অসু🧸স্থ হওয়া সত্ত্বেও এই মানসিকতা নিয়ে খেলা। আমাকে সব সময়ে অনুপ্রাণিত করে।’
তবে চতুর্থ দিনের শেষে সংবাদিক সম্মেলনে অক্ষর প্যাটেল দাবি করেছেন, কোহলি দেখে তাঁর অসুস্থ বলে মনে হয়নি। ভারতের তারকা অলরাউন্ডার এ দিন কোহলির সঙ্গে জুটিতে ১৬২ রানের পার্টনারশিপ করেছেন। তিনি নিজে ব্যক্তিগত ভাবে ৭৯ রান করেন। কোহলির অসুস্থতার প্রসঙ্গে অক্ষর হেসে বলেন, ‘আমি জানি না। ও যে ভাবে রান নেওয়ার জন্য উইকেটের মধ্যে দৌড়াচ্ছিল, তাতে মনে হচ্ছিল না যে, ও অসুস্থ!’ তিনি যোগ করেছেন, ‘এমন গরম আবহাওয়ার মধ্যেও ও দুরন্ত পার্টনারশিপ তৈরি করেছিল। এবং এতো ভাল দৌড়াচ্ছিল। ওর সঙ্গে ব্যাট 𝓀করাটা মজার ছিল।’
আরও পড়ুন🎃: আমি মনে করি, তুমি ১৫,০০০ রানও করতে পারো- সচিনের নজির ভাঙবেন শুভমন, আশায় গাভাসকর
কোহলি তাঁর ২৮তম টেস্ট সেঞ্চুরির পথে মাত্র পাঁচটি বাউন্ডারি হাঁকান, যা ইঙ্গিত করে যে তিনি ক্রিজে থাকাকালীন প্রাথমিক ভাবে এক এবং দু'রানের উপর নির্ভর করেছিলেন। ভারত💟ীয় ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ টেস্ট স্কোরও নথিভুক্ত করেছেন। কিন্তু মা🍌ত্র ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরিটা হয়নি।
এ দিকে ব্𝓰যাট হাতে আবার ধৈর্যশীল ইনিংস খেলেছেন অক্ষর। তবে পঞ্চাশ পার করার পর আগ্রাসী হয়ে উঠতে দেখা যায় তাঁকে। চালিয়ে খেলতে গিয়েই আউট হন। সাজঘরের তরফে কি কোনও নির্দেশ ছিল তাঁর কাছে? অক্ষর বলেছেন, ‘কেউ কিছু বলেনি। বিরাট ভাই বলেছিল, যে ভাবে চাই সে ভাবেই খেলতে। আমরা সেট হয়ে যাওয়ার পর বোলাররা পিচ থেকে সাহায্য পাচ্ছিল না। আমিও ভালো শট খেলছিলাম। ৫০ হওয়ার পর বিরাট ভাই বলল, বড় শট নিতে পারি। কারণ খেলার তখন মাত্র ২২ ওভার বাকি ছিল। কিন্তু ডিক্লেয়ার করা বা চালিয়ে খেলার ব্যাপারে কোনও বার্তা পাইনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।