স্পিনার নয়, নাগপুর টেস্টের প্রথম💟 দিন অস্ট্রেলিয়াকে শুরুতেই ধাক্কা দেন ভারতের দুই পেসার- মহম্মদ সিরিজ এবং মহম্মদ শামি। প্রথম তিন ওভারে অজি দুই ওপেনারকে ভারতের দুই পেসারই সাজঘরে পাঠান। আর এতেই পায়ের তলার জমি হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
প্রথমে শুরুটা করেছিলেন সিরাজ। ২০২৩ সালে বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতেই নিজের উপস্থিতি ভালো ভাবেই টের পাইয়ে দেন মহম্মদ সিরাজ। তিনি তাঁর প্রথম ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ করেন উসমান খোয়াজাকেꦑ। এর ঠিক পরের ওভারে বল করতে এসে ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন শামি।
আরও পড়ুন: ছোট ছোট পায়ে এগোতে চেয়েছি- টেস্ট ক্যাপ পেয়ে আবে🐼❀গে ভাসলেন ভরত, জড়িয়ে ধরলেন মাকে
শুরুতে ম্যাচের পাল্লা ভারতের পক্ষে নিয়ে আসার জন্য নিঃসন্দেহে এই দুই পেসারের বড় কৃতিত্ব রয়েছে। তবে এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে রাহুল দ্রাবিড়ের কাণ্ড-কারবার। সিরাজের বলে উসমান আউট হতেই দ্রাবিড়ের প্রতিক্রিয়া দেখে হতবাক ক্রিকেট মহল। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মাঠের উল্লাসকেও ছ🌸াপিয়ে গিয়েছেন শান্ত, নিরীহ স্বভাবের দ্রাবিড়। যা দেখে চোখ কপালে তুলছেন দ্রাবিড় ঘনিষ্ঠরাও।
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট হচ্ছে নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে। এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং নেম অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত খুব একটা ফলপ্র✃সূ হয়নি। ভারতীয় পেসারদের দাপটে শুরুতেই ধাক্কা খায় অজিরা।
আরও পড়ুন: বল ট্রꦡ্যাকার কি খꦕারাপ হয়ে গিয়েছে? DRS নিয়ে বিতর্ক খুঁচিয়ে তুললেন অজি সমর্থকরা
সিরাজ নিজের প্💧রথম বলেই খোয়াজাকে এলবিডব্লিউ করেন। তবে ফিল্ড আম্পায়ার প্রথমে আউট দেননি। এর পর রোহিত শর্মা ডিআরএস নেন। ব্যাস সেখানেই কেল্লাফতে! আউট হন খোয়াজা। সেই সময়ে একমনে ল্যাপটপের পর্দায় চোখ রেখেছিলেন রাহুল দ্রাবিড়। সাধারণত তাঁকে ꦆখুব একটা উত্তেজিত হতে কোনও সময়েই দেখতে পাওয়া যায় না। কিন্তু এ বার সেই দৃশ্য পাল্টে গেল।
খোয়াজা আউট হতেই দ্রাবিড় তাঁর দুটো হাত মুঠো করে আত্মবিশ্বাসের সঙ্গে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। উচ্ছ্বাস চুইয়ে পড়ছিল তাঁর চﷺোখ-মুখের ভঙ্গিতে। একেবারে আগ্রাসী কায়দায় তিনি উল্লাসে ফেটে পড়েন। তাঁর এই উ🎐চ্ছ্বাসের ভিডিয়ো এবং ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই বলছেন, দ্রাবিড়েরও কি বিরাটের ছোঁয়া লাগল! ওয়াশিংটন সুন্দরও এর একটি ভিডিয়ো পোস্ট করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।