উইকেটকিপার হিসেবে ধীরে ধীরে কীভাবে পরিণত হয়ে উঠছেন ঋষভ পন্ত, চট্টগ্রাম টেস্টে আরও একবার প্রমাণ মিলল তার। এমনটা নয় যে, উইকেটের পিছনে নিশ্ছিদ্র ছ🐲িলেন ঋষভ। বরং ভুল ভဣ্রান্তি হয়েছে বেশ কিছু। সহজ ক্যাচ ছেড়েছেন মুশফিকুরের। রানও গলিয়েছেন বেশ কিছু। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে যে রকম তৎপরতা দেখিয়েছেন পন্ত, তাতে তাঁর মুন্সিয়ানাই প্রকাশ পায়।
চ𝓀তুর্থ দিনের লাঞ্চের পরে বিরাট কোহলির হাত থেকে ছিটকে যাওয়া বল অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে দস্তানাবন্দি করেন পন্ত। পরে দিনের শেষ সেশনে নুরুল হাসানকে যেভাবে বিদ্যুৎ গতিতে স্টাম্প আউট করেন তিনি, তা মহেন্দ্র সিং ধোনিকে মনে করাতে বাধ্য।
বাংলাদেশে🅠র শেষ ইনিংসের ৮৭.৬ ওভারে অক্ষর প্যাটেলের বল সামনে পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন নুরুল। তবে ফ্লাইট মিস করেন তিনি। বল বাঁক নিয়ে তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে চলে য✃ায় পন্তের দস্তানায়। এমন নয় যে নুরুল স্টেপ-আউট করেছিলেন বা ক্রিজের অনেকটা বাইরে বেরিয়ে গিয়েছিলেন। বরং লাইন থেকে সামান্য বাইরে বেরিয়েছিল তাঁর পা।
আরও পড়ুন:- IND vs BAN 1st Test:🐈 জাকিরের সেঞ্চুরি, টেস্ট জিততে শেষ দিনে ভারতের দরকার ৪ উইকেট
বল ধ♕রা মাত্রই তড়িৎগতিতে স্টাম্প ভেঙে দেন পন্ত। পা ক্রিজে ফেরানোর সময় পানন♔ি নুরুল। ফলে তাঁকে ব্যক্তিগত ৩ রানের মাথায় স্টাম্প আউট হয়ে মাঠ ছাড়তে হয়।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে পন্ত🌳 ৩টি ক্যাচ ধরেন এবং একটি স্টাম্প আউট করেন। সুতরাং, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যেই ৪টি ক্যাচ ধরেছেন এবং ২টি স্টাম্প আউট করেছেন। সেই সঙ্গে ব্যাট হাতে ৪৬ রানের কার্যকরী অবদানও রাখেন দলের প্রথম ইনিংসে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।