ইংল্যান্ডের বির🙈ুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভারত ভালো করেছে। বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে হার্দিক পাণ্ডিয়ার দ🦄ুরন্ত পারফরম্যান্সের হাত ধরে ভারত ৫০ রানে দুরন্ত জয় ছিনিয়ে নেয়।
অধিনায়ক রোহিত শর্মার ২৪ রানের (১৪) হাত ধরꦆে ভারত শুরুটা ভালো করেছিল। তবে ইশান কিষাণ ছন্দে ছিলেন না। মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। ইশান সম্ভবত আজ শনিবারের ম্যাচে তꩵাঁর জায়গা হারাতে পারেন। বিরাট কোহলি দলে ফেরায় তিনি সম্ভবত আজ ওপেন করবেন।
☂মিডল-অর্ডারꦇে ব্রিটিশ আক্রমণের বড় ভরসা জুগিয়েছেন দীপক হুডা এবং সূর্যকুমার যাদব। আর হার্দিক পাণ্ডিয়া তো দুরন্ত ছন্দে হাফ সেঞ্চুরি করেছিলেন। এই তিনটি জায়গার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
আরও পড🐻়ুন: ভারত ৩টি দ🧜ল নামাতে পারে, যে কোনও একটি জিততে পারে- বলছেন বাটলার
দীনেশ কার্তিক আইপিএলের পর জাতীয় দলের জার্সিতেও নজর কাড়ছেন। তবে ঋষভ পন্ত দলে ঢুকলে কি কার্তিককে বাদ পড়তে হবে? নাকি কার্তিকꩲের জন্য প্রথম একাদশে জায়গা করে নিতে পারবেন না পন্ত? এই নিয়ে জল্পনা চলছ♒ে। তবে এজবাস্টন টেস্টে পন্ত যে রকম দুরন্ত ছন্দে ছিলেন, তাঁকে আজ দলের বাইরে রাখাটাও ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে চাপের হবে।
আরও পড়ুন: ‘এ ꦉভাবে বেশি দিন খেলতে পারবে না’, ফর্ম নিয়ে কোহলিকে হুঁশিয়ারি ভারতের প্রাক্তনীর
রবীন্দ্র জাদেজার 𓂃অনুপস্থিতিতে অক্ষর প্যাটেল একজন নির্ভরযোগ্য পারফর্মার🍎 ছিলেন। তবে সিনিয়র অলরাউন্ডার আবার ফিট হওয়ায়, অক্ষরকে সম্ভবত ছিটকে যেতে হবে। আর তাঁর ছিটকে যাওয়ার বড় কারণ অভিজ্ঞতা কম এবং ব্যাটার হিসেবে জাদেজা অক্ষরের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন।
বোলিং আক্রমণের দিকে নজর রাখা আকর্ষণীয় হবে: ভুবনেশ্বর কুমার কিন্তু অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। তাঁর সঙ্গে আজ যোগ দেবেন সেরা টি-টোয়েন্টি 🥃ক্রিকেটার জসপ্রীত বুমরাহ।
এর অর্থ হল, আর্শদীপ সিং এবং হার্ষাল প্যাটেলের মধ্যে একজনকে বাদ পড়তে হবে। আর্শদীপ কিন্তু প্রথম টি-টোয়েন্ট🌱ি নজর কেড়েছেন। তবে হার্ষালের গেম-চেঞ্জার হওয়ার ক্ষমতা রয়েছে। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আর্শদীপ ভাবনাতেও সম্ভবত নেই টিম ম্যানেজমেন্টের। কারণ তাঁকে প্রথম টি-টোয়েন্টির জন্যই দলে রাখা হয়েছিল। এ দিকে যুজবেন্দ্র চাহাল আবারও সীমিত ওভারের দলে জায়গা ফিরে পেয়েছেন।
ভারত দ্বিতীয় টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশ-
ওপেনার: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি
মিডল অর্ডার: দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ✃্ডিয়া
লোয়ার অর্ডার: দীনেশ কার্তি💛ক/ঋষভ পন্🌠ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা
স্পিন বোলার: যুজবেন্দ্র চাহাল
পেস বোলা🅰র: ভুবনেশ্বꦆর কুমার, জসপ্রীত বুমরাহ, হার্ষাল প্যাটেল
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।