প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ড্যারেন গফ দেশের নতুন সা🦋দা বলের অধিনায়ক জোস বাটলারের সঙ্গে 🍸তাঁর সাম্প্রতিক কথোপকথনের বিবরণ শেয়ার করে নিয়েছেন।
বাটলার মনে করেন, ভারত এই🐻 বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ভিন্ন স্কোয়াড তৈরি করতে পারে। এবং তাদের মধ্যে একটি মেগা ইভেন্ট জিততে পারে।&🍎nbsp;
আরও পড়ুন: গত ১০ মাসে ভারতের ৮ জন অধিনায়ক, এত পরিবর🧔্তন কেন? চাঁচাছোলা উত্তর রোহিতের- ভিডিয়ো
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের আগে cricket.com-এ একটি সাক্ষাৎকারে আসন্ন ম্যাচগুলি সম্পর্কে কথা বলার সময়ে ড্যারেন গফ বলেছিলেন, ‘আমি ইংল্যান্ডের সাদা বলের দ𓆏লের নতুন অধিনায়ক জোস বাটলারের সঙ্গে ছিলাম। এবং তিনি বলছিলেন, ভারত এই বছরের বিশ্বকাপে তিনটি দল খেলাতে পারে এবং তিনটি দলের যে কোনও একটি সম্ভবত জিততেও পারে।’
আরও পড়ুন: ‘এ ভা⛄বে বেশি দিন খেলতে পারবে না’, ফর্ম নিয়ে কোহলিকে হুঁশিয়ারি ভারতের প্রাক্তনীর
জোস বাটলার ভারতের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ দেখে রীতিমতো মুগ্ধ বলে জানিয়েছিলেন গফ। এবং তিনি ব্রিটিশ ꦜটি-টোয়েন্টি সেটআপেও একই রকম গভীরতা চাইছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।