ভারত যখন প্রথম ওডিআই-এ ইংল্যান্ডকে ধরাশায়ী করছে, তখন বিরাট কোহলি ২২ গজের বাইরে সাইড লাইনে দাঁড়িয়ে ভারতের জয়ের সাক্ষী থাকছেন। কিন্তু শরিক হতে পারছেন না। যদিও এ বারের ইংল্যান্ড সফরে এসে এখনও পর্যন🐬্ত তাঁর অবদান শূন্য।
এজবাস্টন টেস্টের দুই ইনিংসেই হতাশ করেছেন বিরাট। টি-টোয়েন্টি সিরিজের শেষের ২টো ম্যা𓂃চ খেলেও কিছু করে উঠতে পারেননি তিনি। আর চোটের কারণে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি। এখন তো নাকি শোনা যাচ্ছে, চোট না সারায় দ্বিতীয় ওডিআই-ও খেলতে পারবেন না কোহলি।
এমনিতেই ব্যাটে রানের খরা। বহু দিন ধরে তাঁর হতাশাজনক পারফরম্যান্সের কারণে চলছে তীব্র সমালোচনা। তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়♏েও প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরা সরব। সেই সময়েই চোট পেয়ে নিঃসন্দেহে আরও বড় ধাক্কা খেয়েছেন বিরাট কোহলি। একেবারে গোদের উপর বিষফোঁড়া! এই চোটের কারণে তিনি দ্বিতীয় ওডিআই-এও অনিশ্চিত।
আরও💝 পড়ুন: ওপেন করতে নেমে নয়া নজির রোহিত-শিখরের, এ𓆉খনও কিছুটা এগিয়ে সচিন-সৌরভ
জানা গিয়েছে, তৃতীয় টি-টোয়েন্টি খেলার সময়েই কোহলির কুঁচকিতে চোট লাগে। এখনও নাকি সেই চোট সারেনি। সূত্রের খবর, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সম্ভবত𝕴 ওলর্ডসে ১৪ জুলাই দ্বিতীয় ওডিআই-এও ৩৩ বছরের তারকাকে বিরতি দিতে পারে। তবে অনেকেই আবার কোহলিকে খোঁচা মেরে বলে বেড়াচ্ছেন, ফর্ম না থাকায় দল থেকে বাদ দেওয়া হয়েছে বিরাটকে।
আরও পড়ুন: মাত্র ১১০,ভারতের বিরুদ্ধে ODI-এ সর্বকালের সর্বনিম্ন স্কোর ব⭕্রিটিশদের
তবে বিরাট কোহলিকে🌱 ছাড়াই সীমিত ওভারের সিরিজে ইংল্যান্ডের মাটিতে ভারত যে রকম পারফরম্যান্স করেছে, তাতে কোহলিকে দলে রাখা নিয়ে নতুন করে প্রশ্ন উঠ🐼ে গিয়েছে। মঙ্গলবার প্রথম ওডিআই-এ জসপ্রীত বুমরাহের ঝড়ে ইংল্যান্ড একেবারে খড়কুটোর মতোই উড়ে যায়। ২৫.২ ওভারে মাত্র ১১০ রানে গুটিয়ে যায়। বুমরাহ ৭.২ ওভার বল করে ১৯ রান দিয়ে একাই ৬ উইকেট তুলে নেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন মহম্মদ শামি। তিনি নেন ৩ উইকেট। আর প্রসিধ কৃষ্ণ নেন ১ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা🌱 এবং শিখর ধাওয়ান প্রথম উইকেটেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ১৮.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৪ রান করে ফেলে রোহিত ব্রিগেড। ভারত অধিনায়ক ৫৮ বলে অপরাজিত ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। ধাওয়ান ৫৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।