ভারতের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের ঝড়ো ইনিংস এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত হাফ সেঞ্চুরির সৌজন্যে টিম ইন্ডিয়া বুধবার হংকং-এর বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। ভা🐟রত তাদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হংকং-কে ৪০ রানে সুপার ফোরে পৌঁছে গিয়েছে।
২৬ বলে অপরাজিত ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলꦆেন সূর্যকুমার। তাঁর স্ট্রাইকরেট ছিল ২৬১.৫৩। স্কাই (সূর্যকুমার) 💜ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। কোহলি আবার ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। তবে সূর্য যেমন ঝড় বইয়ে দিয়েছিলেন, কোহলি কিন্তু ধরে খেলেন।
সূর্যের বিধ্বংসী ব্যাটিং দেখে কোহলি যেন মন্ত্রমুগ্ধ। পুরো ভারত যখন সূর্যকুমারের ঝড়ো ইনিংসকে উপভোগ করছিলেন, তখন উল্টোপ্রান্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি উপভোগ করেছেন ন🍒িঃসন্দেহে কোহলি। ম🤡ন্থর পিচে সূর্যকুমারের আগ্রাসী ব্যাটিং দেখে কোহলি নিজেই যেন চমকে গিয়েছেন। মাঠের সর্বত্র শট খেলেছেন সূর্য। তিনি বুধবার মিস্টার ৩৬০ ডিগ্রি হয়ে উঠেছিলেন।
আরও পড়ুন: এক ট🍨িপেই উড়ে গেল স্টাম্প, জাড🌌্ডুর দুরন্ত ফিল্ডিংয়ে আউট নিজাকত-ভিডিয়ো
সূর্যকুমার শেষ ওভারে চারটি ছক্কা সহ ২৬ রান করেছিলেন। চতুর্থ ছক্কা 🅘হাঁকানোর সময়, কোহলি রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। অবাক হয়ে সূর্যকে ইশারায় জিজ্ঞেস করেছিলেন, ‘ভাই এটা কী ছিল?’ সেই ভঙ্গি এখন রীতিমতো ভাইরাল। পাশাপাশি ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পরে সূর্যকুমার যাদবকে কুর্নিশ জানাতে মাথাও নত করেন কোহলি। বুকে হাত দিয়ে মাথা হেঁট করে সূর্যকে অভিবাদন জানান প্রাক্তন ভারত অধিনায়ক। আর এই ভিডিয়োই এখন নেটমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে।
এমন ক😼ী BCCI.TV-তে সূর্যের সঙ্গে কথা কথা বলার সময়েও কোহলির ঘোর যেন কাটেনি। বিরাট বলেছিলেন যে, সূর্যকুমারের ঝড়ো ইনিংস তাঁকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। ক💧োহলি বলেছেন, সূর্যের সঙ্গে খেলা এবং এই সাক্ষাৎকার দেওয়া তাঁর কাছে গর্বের বিষয়।
আরও পড়ুন: আমার হৃদয় ছুঁয়ে গিয়েছꩲে, এমন কেউ করে না- কোহলির কুর্নিশে আপ্লুত স্কাই
কোহলি প্রথমবার সূর্যের ইনিংস খুব কাছ থেকে 🧸দেখলেন
‘আমি সম্পূর্ণ ভাবে উড়ে গিয়েছিꩵলাম’ কোহলি বিসিসিআই টিভি-তে বলেছেন যে, নন-স্ট♉্রাইকারের প্রান্ত থেকে ২৫০- এর বেশি স্ট্রাইক রেটে ভারতের চার নম্বরে ব্যাট করতে নামা সূর্যের ইনিং দেখে তিনি বিস্মিত হয়ে পড়েছিলেন।
কোহলি বলেছেন, ‘আমি আজ স্কাইকে ဣসাক্ষাৎকার দিচ্ছি। এতে আমি গর্বিত। ম্যাচে দুর্দান্ত একটি ইনিংস খে🥀লেছে ও। আমি অন্যদিকে দাঁড়িয়ে ইনিংসটি উপভোগ করছিলাম। সত্যি বলতে, পিচ যতটা ভালো দেখাচ্ছিল ততটা ভালো ছিল না। এমন পরিস্থিতিতে দুর্দান্ত এক ইনিংস খেলেছে সূর্য। ’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।