লখনউতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে 🅰৬ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। ☂তবে এই জয় এতটা সহজ ছিল না, কারণ নিউজিল্যান্ডের ৯৯ রান তাড়া করতে নেমে ভারতকে রীতিমতো কসরত করতে হয়। তার মধ্যে আবার সূর্যকুমার যাদবের জন্য ওয়াশিংটন সুন্দরকেও নিজের উইকেট উৎসর্গ করতে হয়েছিল।
প্রকৃতপক্ষে, ১৫তম ওভারে সূর্যকুমার যাদব তৃতীয় বলটি মেরে দ্রুত দৌড় ল💃াগিয়েছিলেন। দে🍷খেনওনি কোথায় গিয়েছে বলটি। যদিও নন স্ট্রাইকিং জোনে দাঁড়িয়ে থাকা সুন্দর তাঁকে রান নিতে বারণ করেছিলেন। কিন্তু সূর্য সেটা না শুনে দৌড় শুরু করেন। শেষ পর্যন্ত সূর্যকে বাঁচাতে নিজে ক্রিজ ছেড়ে বেরিয়ে রানআউট হন সুন্দর। ম্যাচের পর এই রানআউট নিয়ে মুখ খুলেছেন ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন: আমার দোষ ছিল, বল কোথায় যাচ্ছে, দে🍎খিনি- সুন্দরের রানআউট নিয়ে 🍰ভুল স্বীকার সূর্যের
উত্তেজনাপূর্ণ পরিস্থিতি
ম্যাচের পর সুন্দর বলেন, ‘আমরা সবাই যে কোনও কিছুর জন্য প্রস্তুত। আমি নিশ্চিত যে, স্টেডিয়াম, টিভিতে ম্যাচ যাঁরা দেখছেন সকলেই ভেবেছিলেন, ভারত সহজেই তাদের লক্ষ্যে পৌঁছে যাবে। এগুলো খুবই উত্তেজনাপূর্ণ কন্ডিশন। অনেক দলই খুব ভালো ভাবে ব্যালেন্সড। তাদের দলে বেশ কয়েক জন ফাস্ট বোলার এবং স্পিনার রয়েছে। এ রকম ১০-১১টি ম্যাচের মধ্যে ২-৩টি আশ্চর্যজনক ফল হবেই। আমি মনে করি, এটা আসলে দক্ষতার বিষয়। আপনি কতটা ভালো স্পিন খেলতে পারছেন। এটা উত্ত🐲েজনাপূর্ণ ম্যাচ ছিল এবং আমরা সবাই খুশি যে আমরা ম্যাচটা জিতেছি।’
সূর্যকুমার যাদবের শেষ পর্যন্ত থাকাটা জরুরি ছিল
রানআউট প্রসঙ্গে সুন্দর বলেন, ‘কোনও রকম আফসোস নেই। সূর্যকুমার যাদবের জন্য শেষ 💙পর্যন্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। খেলাধূলায় মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। এই ধরণের ভুল বোঝাবুঝি প্রায়শই ঘটে, বিশেষ করে যখ🅘ন এর মধ্যে জিনিসগুলি কঠিন হয়ে যায়। সূর্যের জন্য শেষ পর্যন্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
আরও পড়ুন: মাঠে ফিরেই ভারতীয়দের মধ্যে এক নম্বরে চাহাল, ভেঙে দিলেন ভুবনেশ্বরের দুর্দান🌊্ত রেকর্ড
ম্যাচের সারসংক্ষেপ
রবিবার নিউজিল্যান্ড প্রথমে টস জিতে ব্যাট নেয়। কিন্তু নির্দিষ্ট ২০ ওভারে ৮ উཧইকেট হারিয়ে তারা মাত্র ৯৯ রানই করে। সর্বোচ্চ রান মিচেল স্যান্টনারের। তিনি অপরাজিত🔥 ১৯ রান করেছেন। বাকিদের অবস্থাও তথৈবচ। ভারতের আর্শদীপ সিং দুই উইকেট নিয়েছেন।
জবাবে রান তাড়া করতে ন𒀰েমে, ভারতও বেশ সমস্যায় পড়েন। কেউই উইকেটে সে ভাবে টিকতে পারছিল না, বা রান করতে পারছিল না। কিন্তু সূর্যের ৩১ বলে অপরাজিত ২৬ রান ভারতকে ম্যাচ জেতায়। ২০ বলে ১৫ রান করে সূর্যের সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। এউ ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল ভারত। এখন ফাইনাল ম্যাচ হবে আমেদাবাদে ১ ফেব্রুয়ারি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।