টুর্নামেন্ট হারলে ক্ষতি নেই, তবে ভারতকে হারালেই চলবে। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে 🦂নামলে জাতীয় দলের কাছ থেকে পাক সমর্থকদের চাহিদা থাকে কার্যত এরকমই। প্রত্যাশার বিপুল চাপ সঙ্গে নিয়ে মাঠে নামতে হয় বলেই ক্রিকেটারদের অনেক সময় ছল-চাতুরির আশ্রয় নিতে দেখা যায়। রবিবার দুবাই ইন্টারন্যাশনালไ ক্রিকেট স্টেডিয়ামে ফখর জামান অবশ্য কোনও রকম ছল-চাতুরির রাস্তায় হাঁটলেন না। বরং খেলোয়াড়সুলভ মানসিকতার চূড়ান্ত নিদর্শন পেশ করেন তিনি।
এশিয়া কাপের উত্তেজক ম্যাচে টস জিতে পাকꦜিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। ইনিংসের ৫.৫ ওভারে আবেশ খানের শর্ট বলে ব্যাট চালান ফখর। বল চলে যায় উইকেটকিপার দীনেꦓশ কার্তিকের দস্তানায়।
🤡 বল যে ফখরের ব্যাটের কানা ছুঁয়ে কার্তিকের দস্তানায় জমা পড়েছে, সেটা বুঝতে পারেননি কেউই। বোলার-উইকেটকিপার কারও মধ্যেই কোনও হেলদোল ছিল না। দর্শকদের চিৎকারে ব্যাটে বল লাগার কোনও আওয়াজ শোনা যায়নি। আম্পায়ারও কোনও তৎপরতা দেখাননি। তবে ফখর বুঝতে পারেন বল তাঁর ব্যাটে লেগেছে। তাই আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই ক্রিজ ছেড়ে হাঁটা লাগান তিনি।
এশিয়া কাপের ভারত-পাক🐎িস্তান ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
মাত্র ১০ রান করে আউট হলেও ফখরের খেলোয়াড়সুলভ মানসিকতা প্রশংসিত হচ্ছে ক্রিকেটমহলে। সঙ্গত কারণেই নেটি🍌জেনদের চღর্চায় চলে আসেন পাক তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।