বাংলা নিউজ > ময়দান > Ind vs Pak Asia Cup: পরিত্রাতা হার্দিক, ২ বল বাকি থাকতে উত্তেজক জয় ভারতের
ছক্কা হাঁকিয়ে ম্য়াচ জেতালেন হার্দিক। ছবি- এএফপি (AFP)

Ind vs Pak Asia Cup: পরিত্রাতা হার্দিক, ২ বল বাকি থাকতে উত্তেজক জয় ভারতের

শেষ ওভারের থ্রিলারে পাকিস্তানকে হারাল টিম ইন্ডিয়া, ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া।

গতবছর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ম্যাচ𓃲ে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। বছর ঘুরে সেই একই মাঠে এবার এশিয়া কাপের ম্যাচে সম্মুখসমরে নামে দু'দল। স্বাভাবিকভাবেই বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে। 🧸সেই সুযোগটা যথাযথ কাজে লাগান রোহিত শর্মারা। শেষ ওভারের থ্রিলাকে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত। যদিও শুধু পাকিস্তান ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই নয়, রোহিত শর্মাদের এশিয়া কাপ অভিযান শুরু খেতাব ধরে রাখার উদ্দেশ্যেও। সেই লড়াইয়ে শুরুতেই কঠিন চ্যালেঞ্জ টপকে যায় টিম ইন্ডিয়া।

29 Aug 2022, 12:06:40 AM IST

ম্যাচের সেরা হার্দিক

বল হাতে ২৫ রানে ৩ উইকেট এবং ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৩৩ রান🔯, সঙ্গত কারণেই ম্যাচের সেরার পুরস্কার জেতেন হার্দিক পান্ডিয়া।

28 Aug 2022, 11:42:39 PM IST

৫ উইকেটে জয় ভারতের

১৯.৪ ওভারে নওয়াজের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের ১৪৭ রানের জবাবে ব্যাট করেত নেমে ভারত ২ বল বাকি থাকতে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয়। হার্দিক পান্ডিয়া ৪টি চার ও ১টি ছক্কার সাহায𝄹্যে ১৭ বলে ৩৩ রান করে নট-আউট থাকেন। ১ বলে ১ রান করেন দীনেশ কার্তিক।

28 Aug 2022, 11:39:43 PM IST

জাদেজা আউট

১৯.১ ওভারে নওয়াজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রবীন্দ্র🦹 জাদেজা। ২টি💖 চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৪১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। নওয়াজের এটি ম্যাচে তৃতীয় উইকেট।

28 Aug 2022, 11:37:46 PM IST

রউফের ওভারে ৩টি চার হার্দিকের

১৯তম ওভারে হ্যারিস রউফের বলে ৩টি চার মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে ১৪ রান ওঠে। ১৯ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৪১ রান। জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ৭ রা𝐆ন। জাদেজা ৩৫ ও হার্দিক ২৭ রানে ব্যাট করছেন।

28 Aug 2022, 11:30:04 PM IST

২ ওভারে ভারতের দরকার ২১ রান

পায়ে চোট পেয়েছেন। তা সত্ত্বেও বোলিং চালিয়ে যান নাসিম শাহ। কার্যত খোঁড়াতে খোঁড়াতেই রবীন্দ্র জাদেজার উইকেট তুলে নিয়েছিলেন প্রায়। ১৭.৪ ওভারে আম্পায়ার এলবিডব্লিউ দেন জাদেজাকে। রিভিউ নিয়ে বেঁচে যান জাদেজা। ঠিক পরের বলেই ছক্কা হাঁকান রবীন্দ👍্র। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১২৭ রান। জয়ের জন্য শেষ ২ ওভারে ২১ রান প্রয়োজন ভারতের। জাদেজা ২৭ বলে ৩৪ রান করেছেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। হার্দিক ১০ বলে ১৪ রান করেছেন। তিনি ১টি চার মেরেছেন। 

28 Aug 2022, 11:19:04 PM IST

৩ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ৩২ রান

জয়ের জন্য শেষ ৩ ওভারে ভারতের দরকার ৩২ রান। ১৭ ওভারে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান। জাদেজা ২ꦿ১ বলে ২৪ রান করেছেন। ১০ বলে ১৪ রান করেছেন হার্দিক পান্ডিয়া। শেষ ২ ওভারে ভারত কোনও বাউন্ডারি মারেনি।

28 Aug 2022, 11:10:45 PM IST

১০০ টপকাল ভারত

১৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০৭ রান। জয়ের জন্য ৪ ওভারে ভারতের দরকার ৪১ রা🐓ন। জাদেজা ১৯ বলে ২২ রান করেছেন। হার্দিক ৬ বলে ১১ রান করেছেন।

28 Aug 2022, 11:02:05 PM IST

সূর্যকুমার আউট

১৪.২ ওভারে নাসিম শাহর🦂 বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৮ রান করেন যাদব। ভারত ৮৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৯৭ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫১ রান দরকার ভারতের। জাদেজা ১৯ ও হার্দিক ৭ রানে ব্যাট করছেন।

28 Aug 2022, 10:58:29 PM IST

৩৬ বলে ভারতের দরকার ৫৯ রান

জয়ের জন্য শেষ ৬ ওভারে💝 টিম ইন্ডিয়ার দরকার ৫৯ রান। অর্থাৎ ওভার প্রতি প্রায় ১০ রান করে দরকার টিম ইন্ডিয়ার। ১৪ ওভারে ভারতের ꦐস্কোর ৩ উইকেটে ৮৯ রান।

28 Aug 2022, 10:46:49 PM IST

৮ ওভারে ভারতের দরকার ৭১ রান

১২ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৭৭ রা༒ন। জয়ের জন্য শেষ ৮ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ৭১ রান। রবীন্দ্র জাদেজা ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৫ রান করেছেন। ১০ বলে ১০ রান করেছেন সূর্যকুমার। তিনি ১টি চার মেরেছেন।

28 Aug 2022, 10:30:27 PM IST

কোহলি আউট

অষ্টম ওভারের শেষ বলে রোহিতের উইকেট নিয়েছিলেন নওয়াজ। দশম ওভারে পুনরায় বল করতে এসে তিনি প্রথম বলেই ফিরিয়ে দেন কোহলিকে। সুতরাং পরপর ২ বলে তিনি রোহিত ও কোহলির উইকেট তুলে নেন। বিরাটꦺ হালকা হাতে বল হাওয়ায় ভাসিয়ে ইফতিকারকে ক্যাচ দেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৩৫ রান করেন। ভারত ৫৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন জাদেজা। ১০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৬২ রান। শেষ ১০ ওভারে জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ৮৬ রান।

28 Aug 2022, 10:25:33 PM IST

রোহিত শর্মা আউট

৭.৪ ওভারে মহম্মদ নওয়াজের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ৫০ রানে পৌঁছে দেন রোহিত শর্মা। সেই ওভারের শেষ বলে ফের ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে ইফতিকারের হাতে ধরা পড়েন হিটম্যান। তিনি ১৮ বলে ১২ রান করে মা🍸ঠ ছাড়েন। ভারত ৫০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।

28 Aug 2022, 10:15:53 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার🐼 প্লে-র ৬ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে। ষষ্ঠ ওভারে হ্যারিস রউফের বলে একটি দুর্দান্ত চার মারেন কোহলি। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ২৯ রান করেছেন। রোহিত ১১ বলে ৪ রান করেছেন। 

28 Aug 2022, 10:11:54 PM IST

আত্মবিশ্বাস ফিরছে বিরাটের

পঞ্চম 📖ওভারে দাহানির চতুর্থ বলে আত্মিবশ্বাসী শটে বাউন্ডারি মারেন কোহলি। ওভারে মোট ৬ রান ওঠে। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ২৯ রান। কোহলি ২১ বলে ২৪ রান করেছেন।

28 Aug 2022, 10:06:12 PM IST

প্রথম ছক্কা কোহলির

চতুর্থ ওভারে হ্যারিস রউফের পঞ্চম বলে ছক্কা মারেন কোহলি। যদিও বল বিরাটের যথাযꦦথ ব্যাটে লাগেনি। ওভারে মোট ৮ রান ওঠে। ৪ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ২৩ রান। বিরা꧙ট ১৮ বলে ১৯ রানে ব্যাট করছেন।

28 Aug 2022, 10:05:10 PM IST

নাসিমের তৃতীয় ওভারে ৫ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন নাসিম শাহ। ৫ রান ওঠে ওভারে। ৩ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১৫ রান। কোহলি ১২ রানে ব্যাট ক꧂রছেন।

28 Aug 2022, 09:58:17 PM IST

দৃষ্টিনন্দন বাউন্ডারি কোহলির

দ্বিতীয় ওভারে শাহনওয়াজ দা🍌হানির পঞ্চম🧔 বলে দৃষ্টিনন্দন পুল শটে বাউন্ডারি মারেন কোহলি। ২ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান। কোহলি ৮ ও রোহিত ১ রানে ব্যাট করছেন।

28 Aug 2022, 09:46:38 PM IST

জীবনদান পেলেন কোহলি

প্রথম ওভারে নাসিমের চতুর্থ বলে স্লিপে কোহলির ক্যাচ ছাড়েন ফখর জামান। খাতা খোলা🐎র আগেই জীবনদান পেলেন বিরাট। প্রথম ওভারে ৩ রান ওঠে। ১টি উইকেট হারায় ভারত।

28 Aug 2022, 09:44:21 PM IST

গোল্ডেন ডাকে ফিরলেন লোকেশ রাহুল

প্রথম ওভারে নাসিম শাহর দ্বিতীয় বলে ব্যাটের কানা লাগিয়ে বোল্ড হন লোকেশ র♓াহুল। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন লোকেশ। ভারত ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেরিয়ারের শততম টি-২০ ম্যাচে♛ মাঠে নামা বিরাট কোহলি।

28 Aug 2022, 09:42:15 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

লোকেশ রাহুলকে স🐷ঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন নাসিম শাহ। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত।

28 Aug 2022, 09:30:40 PM IST

দেড়শোর কমেই গুটিয়ে গেল পাকিস্তান

১৯.২ ওভারে অর্শদীপের বলে হ্যারিস রউফের ক্যাচ ছাড়েন রোহিত শর্মা। চতুর্থ বলে ছক্কা মারেন দাহানি। পঞ্চম বলে শাহনওয়াজকে বোল্ড করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন অর্শদীপ। দাহানি ২টি ছক্কার সাহায্যে ১৬ রান করে মাঠ ছাড়েন। রউফ ১৩ রানে নট-আউট থাকেন। পাকিস্তান ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল-আউট হয়ে যায়। অর্শদীপ ৩৩ রানে ২টি উইকেট নেন। সুতরাং জয়ের জন্য ভারতের𓂃 দরকার ১৪৮ রান।

28 Aug 2022, 09:22:10 PM IST

ভুবির চতুর্থ শিকার নাসিম

১৮.৩ ওভারে ভুবনেশ্বরের বলে এলবিডব্লিউ হন নাসিম শাহ। তিনিও রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন ভুবনেশ্বর। এটি তাঁর চতুর্থ শিকার। নাসিম গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। ১২৮ রানღে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান শহনওয়াজ দাহানি। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৯ উইকেটে ১৩৬ রান। ভুবনেশ্বর ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন।

28 Aug 2022, 09:20:38 PM IST

ভুবির তৃতীয় শিকার শাদব

১৮.২ ওভারে ভুবনেশ্বরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শাদব খান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ১ট🌸ি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১০ রান করেন শাদব। পাকিস্তান ১২৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন♈ নাসিম শাহ।

28 Aug 2022, 09:12:34 PM IST

অর্শদীপের শিকার নওয়াজ

১৭.১ ওভারে অর্শদীপ সিংয়ের বলে কার্তিকের দস্তানায় ধরা পড়েন মহম্মদ নওয়াজ। ৩ বলে ১ রান করেন তিনি। পাকিস্তান ১১৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যারিস রউফ। সেই ওভারের তৃতীয় বল হ্যারিসের ব্যাটের কানায় লেগে কা𝐆র্তিকের হাত ছুঁয়ে বাউন্ডারির বাইকে চলে যায়। শেষ বলে আরও ১টি চার মারেন রউফ। ১৮ ওভারে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ১২৪। রউফ ১০ ও 🐟শাদব ৬ রানে ব্যাট করছেন।

28 Aug 2022, 09:06:58 PM IST

আসিফকে ফেরালেন ভুবি

১৬.৩ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে আসিফ আলির ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। ৭ বলে ৯ রান করেন আসিফ। পাকিস্তান ১১২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ নওয়াজ। ১৭ ওভারে পাকিস্তানের স্কোর 𒐪৬ উইকেটে ১১৪ রান।

28 Aug 2022, 08:56:39 PM IST

হার্দিকের তৃতীয় শিকার খুশদিল

রিজওয়ানকে ফেরানোর পরে একই ওভারের তৃতীয় বলে হার্দিক তুলে নেন খুশদিল শাহর উইকেট। ৭ বলে ২ রান করে রব𝔉ীন্দ্র জাদেজার হাতে ধরা দেন তিনি। পাকিস্তান ৯৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আসিফ আলি। ১৫ ওভারে পাকিস্তানꦯের স্কোর ৫ উইকেটে ১০৩ রান। হার্দিক ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

28 Aug 2022, 08:53:41 PM IST

রিজওয়ানকে ফেরালেন হার্দিক

রিজওয়ান ক্রিজে ছিলেন বলেই পাক সমর্থকরা আশায় বুক বেঁধে ছিলেন। তবে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে থাকা রিজওয়ানকে ফিরিয়ে পাক শিবিরে মোক্ষম আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। ꦡ১৪.১ ওভারে পান্ডিয়ার বলে থার্ডম্যানে আবেশ খানের হাতে ধরা পড়েন রিজওয়ান। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন পাক উইকেটকিপার। পাকিস্তান ৯৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাদব খান।

28 Aug 2022, 08:42:02 PM IST

ইফতিকারকে ফেরালেন হার্দিক

আগের ওভারে চাহাল ক্যাচ ছাড়লেও জীবনদান কাজে লাগাতে পারলেন না ইফতিকার আহমেদ। ১২.১ ওভারে হার্দিকের শর্ট ব💧লে কার্তিকের দস্তানায় ধরা পড়ে যান তিনি। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন আহমেদ। পাকিস্তান ৮৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন খুশদিল শাহ। ১৩ ওভারে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৯০ রান। রিজওয়ান ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত রয়েছেন।

28 Aug 2022, 08:39:10 PM IST

ইফতিকারের ক্যাচ ছাড়লেন চাহাল

১১.৪ ওভারে চাহালের বলে ছক্কা হাঁকান ইফতিকার আহমেদ।𝔉 ঠিক পরের বলেই বোলার চাহালের হাতে সহজ ক্যাচ দিয়ে বসেছিলেন ইফতিকার। তবে ক্যাচ ধরতে পারেননি যুজবেন্দ্র। ১২ ওভারে পাকিস্༺তানের স্কোর ২ উইকেটে ৮৭ রান।

28 Aug 2022, 08:28:33 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৬৮ রান। ৩১ বলে ২৯ রান করেছেন রꩵিজওয়ান। ১৪ বলে ১৬ রান করেছেন ইফতিকার।

28 Aug 2022, 08:24:52 PM IST

নিজের প্রথম ওভারে ৪ রান খরচ জাদেজার

অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। তিনি ৮ রান খরচ করেন। নবম ওভারে প্রথমবার বল করতে 🏅আসেন জাদেজা। তিনি ৪ রান খরচ করেন। ৯ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৩ রান। ২৮ বলে ২৬ রান করেছেন রিজওয়ান।

28 Aug 2022, 08:17:18 PM IST

৫০ টপকাল পাকিস্তান

সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল পাꦗকিস্তান। তাদের স্কোর ২ উইকেটে ৫১ রান। ২২ বলে ২২ রান করেছেন র𒁃িজওয়ান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

28 Aug 2022, 08:09:24 PM IST

ফখরকে ফেরালেন আবেশ

ষষ্ঠ ওভারে বল করেত আসেন ♐আবেশ খান। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে একটি ছক্কা ও ১টি চার মারেন রিজওয়ান। পঞ্চম বলে উইকেটকিপার কার্তিকের দস্তানায় ধরা পড়েন ফখর। ভারতীয় ক্রিকেটাররা বুঝতেই পারেননি ফখর আউট হয়েছেন। তবে পাক ব্যাটসম্যান নিজেই মাঠ ছাড়েন। ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১০ রান করেন ফখর। পাকিস্তান ৪২ রানে ২ উইকেট ൩হারায়। ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ। 

28 Aug 2022, 08:02:30 PM IST

হার্দিককে বাউন্ডারিতে স্বাগত

পঞ্চম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডি💧য়া। প্রথম বলেই𓆏 চার মারেন ফখর জামান। ওভারে মোট ৭ রান ওঠে। ৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩০ রান।

28 Aug 2022, 07:58:40 PM IST

৫টি ডট বল অর্শদীপ

চতুর্থ ওভারে ৫টি ডট বল করেন অর্শদীপ সিಞং। ১টি চার মারেন রিজওয়ান। ৪ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ২৩ রান। রিজওয়ান ৭ ও ফখর ২ রানে ব্যাট করছেন।

28 Aug 2022, 07:49:26 PM IST

বাবরকে ফেরালেন ভুবনেশ্বর

২.৪ ওভারে ভুবনেশ্বরের বলে অর্শদীপ সিংয়ের হাতে ধরা পড়েন বাবর আজম। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১০ রান করেন পাক দলনায়ক। পাকিস্তান দলগত ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফখর জামান। ক্রিজে এসেই ব্যাটের কানা লাগিয়ে বাউন্ডারি পেয়ে যান ফখর। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ 💧উইকেটে ১৯ রান।

28 Aug 2022, 07:45:35 PM IST

অর্শদীপের ওভারে ৮ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসে💜ন অর্শদীপ সিং। ২টি ওয়াইড-সহ ৮ বলের ওভারে ৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ১টি চার মারেন বাবর। ২ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৪ রান। বাবর ১০ ও রিজওয়ান ২🧔 রান করেছেন।

28 Aug 2022, 07:31:33 PM IST

রিজওয়ানকে সঙ্গে নিয়ে ওপেনে বাবর, নাটকীয় প্রথম ওভার

ম্যাচ শুরু। মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন বাবর আজম। ভারতের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। ভুবির ওভারের প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলেই রিজওয়ানকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান পাক ওপেনার। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রিজওয়ান। চতুর্থ বলে চার মারেন বাবর। পঞ্চম বলে ১ রান নেন পাক দলনায়ক। শেষ বলে রিজওয়ানের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জ𒁏ানায় ভারত। আম্পায়ার নট-আউট দিলে রিভিউ নেয় ভারত। এবারও বেঁচে যান রিজওয়ান। প্রথম ওভারে ৬ রান ওঠে। রিভিউ খোয়ায় ভারত।

28 Aug 2022, 07:18:29 PM IST

পাকিস্তানের প্রথম একাদশ

বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, শাদব খান, মহম্মদ নওয়ꦆাজ, নাসিম শাহ, হ্যারিস রউফ ও শাহনওয়াজ দহানি।

28 Aug 2022, 07:09:20 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দꦿিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শদীপ সিং। 

28 Aug 2022, 07:06:26 PM IST

পন্তকে বসিয়ে রাখল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে ঋষভ পন্তকে বসিয়ে রাখল ভারত। দীনেশ কার্তিকের উপর আস্থা রাখে ভাꦯরতীয় টিম ম্যানেজমেন্ট। তৃতীয়ꦡ পেসার হিসেবে আবেশ খান সুযোগ পেলেন।

28 Aug 2022, 07:03:56 PM IST

টস জিতল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানকে। সুতরা𒅌ং দুবাইয়ে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। 

28 Aug 2022, 06:50:06 PM IST

অর্শদীপ খেলছেন, মিলল ইঙ্গিত

ম্যাচের আগে পিচের উভয় প্রা♒ন্তে বোলিং রানআপ মেপে ন🐎িচ্ছেন অর্শদীপ সিং। ইঙ্গিতটা স্পষ্ট, পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন তরুণ পেসার।

28 Aug 2022, 05:28:30 PM IST

এশিয়া কাপে মুখোমুখি সাক্ষাৎ

ওয়ান ডে ও টি⛄-২০ ফর্ম্যাট মিলিয়ে এশিয়🅰া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ৮টি ম্যাচ। পাকিস্তান জিতেছে ৫টি ম্যাচ। সুতরাং মুখোমুখি সাক্ষাতে ভারত এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে।

28 Aug 2022, 05:24:25 PM IST

মাইলস্টোন ম্যাচ কোহলির

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের লিগ ম্যাচটি হতে চলেছে বিরাট কোহলির কেরিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। স্বাভাবিকভাবেই এমন মাইলফলকসূচক ম্যাচে বড় রানের খরা কাটাতে তৎপর থাকবেন ক💝োহলি।

28 Aug 2022, 05:23:50 PM IST

বদলার সুযোগ ভারতের সামনে

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গতবছর টি-২০ বিশ্ꦡবকাপের ম্যাচে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। এবার সেই মাঠেই দু'দল এশিয়া কাপের ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের মনে বদলার ভাবনা ♏কাজ না করলেও ভারতীয় সমর্থকরা নিশ্চিতভাবেই চাইছেন যে, সেই হারের মধুর প্রতিশোধ নিক টিম ইন্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৮ বছরের ছোট বিশালকে বিয়ে করেছেন দু-ไবার ডিভোর্সি শ্বেতা? ঘনিষ্ঠতা নিয়ে জবাব তৃতীয় আম্পায়ার পেলেন না পছন্দের অ্যাঙ্গেল! আধা𒉰 বুঝেই আউট দিলেন রাহুলকে! অবাক KL! ‌বিশ্বভারতীতে বিজে👍পি নেতাদের সভাকജে কেন্দ্র করে ধুন্ধুমার, হাতাহাতিতে উত্তেজনা চান গর্ভের সন্তান বুদ্ধিমান হোক, তাহলে মেনে চলুন এই ৭ টিপ🍎✤স 'বাউন্সার এলেই ভাববি যে দেশে𒁃র জন্য বুলেট নিচ্ছিস', গৌতির পেপটকে বাজিমাত নীতীশের ♉চিতায় তোলার আগে জেগে উঠল ‘মড়া’! রাজস্থানের ঘটনায় সাসপেন্ড ৩ চিকিৎসক বাঁকুড়ায় বেলাইন মালগাড়ি, থমকে গেল ট্রেন চলাচল শুধু অক্সিজেন নয়, বꦑিশুদ্ধ বাতাস থেকে এই পুষ্টিক♌র পদার্থও পায় শরীর! কীভাবে ১৬ কো💧টির দোরগো🎉ড়ায় বহুরূপী, তাও 'দুঃখিত' শিবপ্রসাদ! বললেন, ‘ছবিটা আরও অনেকটা…’ কলেজে পড়তেই মা হন, দু-বছরেই ভাঙে বিয়ে! স্কুলজীবনের ছবি 𓆉দিলেন নায়িকা, ক✅ে বলুন তো

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলওিং অনেকটাই কমাতে পারল ICC গ♔্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সেরা মহিলা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে 🌌নিউজিল্যান্ডের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছ💃েন, এবার নিউজিল্যান্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তারক🧸া রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়েন দাদু, নাতনি অ্যামেলিয়া বিশဣ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্♏ড?꧒ টুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজি෴ল্যান্ডের, বিশ্বকাপ ফাꦏইনালে ইতিহাস গড়বে কারা? ICC T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল দ🥂ক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়,💮 তারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে 𝕴পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.