ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি দক্ষিণ আফ্রিকা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে কারণেই প্রোটিয়ারা যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই পর্বে ভারতের এক তরুণ ক্রিকেটারকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। এই তরুণ খেলোয়🎉াড় হলেন রৌনক ওয়াঘেলা। এই তরুণ ক্রিকেটার দিল্লি ক্রিকেটের বিভিন্ন স্তরে দুর্দান্ত পারফর্ম করেছেন।
এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার নেটে বাভুমাদের নিজের বোলিং দিয়ে পরীক্ষার সামনে ফেলছেন রৌনক। ভারতের বিরুদ্ধে মাঠে সিরিজে খেলতে নামার আগেই প্রোটিয়াদের সমস্যাম ফেলছেন ভারতের ১৪ বছরের বোলার। বাভুমা, শামসি, মার্করামদের যেন বলে বলে আউট করছেন রৌনক। নেটে ৩ থেকে ৪ বার আউট ক💞রেছেন তিনি। অনুশীলনের পরে রৌনক বলেন, ‘আমি তেম্বা বাভুমা এবং মার্করামকে সমস্যায় ফেলেছিলাম। আমি আসলে, তাবরেজ শামসিকে তিন থেকে চারবার আউট করেছি। আমি তাদের কাছে বল করতে উত্তেজিত ছিলা𒈔ম কিন্তু যখন আমি বোলিং করি, তখন খুব স্বাভাবিক ছিল। তারাও আমাদের মতো করে খেলে, কিন্তু সেখানে স্পষ্টতই মানসিকতার পার্থক্য রয়েছে।’
ভ꧋ারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের আরও খবর জানতে এখানে ক্লিক করুন… &🌜nbsp;
১৪ বছরের রৌনক ওয়াঘেলা গোল্ডেন ঈগল ক্লাব (DDCA) এর সঙ্গে যুক্ত এবং বেঙ্কটেশ্বরা ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটের প্রশিক্ষণ নেন। রৌনককে নেট বোলার হিসেবে যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা দল। রৌনক একজন বাঁহাত♋ি স্পিন বোলার এবং দক্ষিণ আফ্রিকা দলকে টি-টোয়েন্টি সিরিজেও বাঁহাতি কুলদীপ যাদবের স্পিন বোলিংয়ের মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে কুলদীপের মুখোমুখি হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের জন্য রৌনকের বোলিং দারুণ সহায়ক হতে পারে। তবে এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় রৌনকও। দিল্লির এই প্রতিভাবাবন ক্রিকেটার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কাছে বোলিং করার অভিজ্ঞতা আমার ভালো ছিল। আমি অনেক কিছু শিখেছি।’
ভারত বন💖াম দক্ষ꧟িণ আফ্রিকা সিরিজের আরও খবর জানতে এখানে ক্লিক করুন…
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও স্বীকার করেছেন যে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব টি-টোয়ে꧟ন্ট🏅ি সিরিজে তার দলের জন্য সবচেয়ে বড় কাঁটা হবেন। তিনি বলেছিলেন যে কুলদীপ এবং যুজবেন্দ্র চাহালের জুটির মুখোমুখি হওয়া এই সিরিজের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে। তবে তরুণ স্পিনার রৌনক দক্ষিণ আফ্রিকা দলের জন্য কতটা সহায়ক প্রমাণিত হবেন, সেটা সিরিজ শুরু হলেই জানা যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।