সূর্যকুমার যাদব যেন সম্প্রতি রূপকথার গল্প লিখে চলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোখ ধাঁধানো ছন্দে রয়েছেন তিনি। একের পর এক ম্যাচে ২২ গজেই লাল-নীল-হলুদ-সবুজ- রঙিন স🦹ব ফুল ফুটিয়ে চলেছেন। এ দিন টি-টোয়েন্টির ইতিহাসে অনন্য নজিরও গড়ে ফেললেন সূর্য। গ্লেন ম্যাক্সওয়েল, কলিন মুনরোদের টপকে বলের নিরিখে দ্রুততম হাজার রান করার বিশ্ব রেকর্ড গড়লেন স্কাই।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সূর্য ২২ বলে ৬১ রান করেন। সেই সঙ্গে তিনি এ দিন টি-টোয়েন্টিতে হাজার রানও পূরণ করেন। সূর্যকুমার মাত্র ৫৭৩ বলে ১০০০ রান পূরণ করে ফেললেন। যেটা বলের নিরিখে দ্রুত⭕তম। তাঁর স্ট্রাইকরেট ১৭৪.০০।
আরও পড়ুন💙: রাহুল-রোহিত ঝড় থ🅰ামাতেই মাঠে ঢুকল দু'টি সাপ! অবাক হর্ষ ভোগলে
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৬০৪ বলে টি-টোয়েন্টিতে হাজার রান করেছেন। তাঁর স্ট্রাইকরেট ১৬৬.০০। তৃতীয় স্থানে থাকা কলিন মুনরো ৬৩৫ বলে হাজার রান করেন। মুনরোর স্ট্রাইকরেট ১৫৭.০০। ৬৪০ বল🌞ে টি-টোয়েন্টিতে 🌄হাজার রান করেছেন এভিন লুইস (স্ট্রাইকরেট ১৫৬.০০)। থিসারা পেরেরা আবার ৬৫৪ বলে ১৫৩.০০ স্ট্রাইকরেটে এই হাজার রান পূরণ করেছেন। তবে সবাইকে এ দিন ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০ T20 ম্যাচ ౠখেলার রেဣকর্ড গড়লেন রোহিত
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।