তখন সাত ওভার সবে শেষ হয়েছে। ২২ গজে ঝড় তুলেছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুল। দিশেহারা দক্ষিণ আফ্রিকার বোলাররা। সেই সময়েই হঠাৎ-ই সকলকে বেশ আতঙ্কে ফেলে দিয়ে প্রথমে একটি সাপ মাঠের মধ্যে ঢুকে পড়ে। পরে♓ আরও একটি ঢোকে। সাপের ছবি দেখেই মনে হচ্ছিল বেশ বিষাক্ত এগুলি। ভাগ্যিস কারও কিছু হয়নি।
আরও প💎ড়ুন: ভꦑারতের প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০ T20 ম্যাচ খেলার রেকর্ড গড়লেন রোহিত
সম্ভবত রাহুল-রোহিত ঝড় থামাতে পারছিলেন না প্রোটিয়া ফিল্ডাররা। তাই মাঠে ঢুকে ভারতের দুই ওপেনারকে থামাতে চেয়েছিল দু'টি সাপ! যা দেখে চোখ কপালে ধারাভাষ্যকর হর্ষ ভোগলের। তিনি টুইট করে লিখেছেন, ‘এটা আমার জন্য প্রথম বার। দ্বিতীয় সাপ মাঠে ঢুকছে। কিন্তু কর্মীরা সম্ভবত প🌌্রস্তুত ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন বৃষ্টির প্রত্যাশা থাকলেও, ফিল্ডার সাপ দেখার কথা ছিল না। এই সাপ দু'টিই সাময়িক ভাবে হলেও যাবতীয় 𒐪ফোকাস কেড়ে নেয়। যার জেরে ম্যাচটি সাময়িক স্থগিতও রাখতে হয়েছিল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারই ভারতের ভিত শক্ত করে দেন। প্র🐭থম উইকেটে ৯৬ রানের পার্টনারশিপ গড়ে রোহিত-রাহুল জুটি। ২৮ বলে ঝড়ো ৫৭ রান করেন রাহুল। কেএল রাহুলের কিছু আগেই ৩৭ বলে ৪৩ করে আউট হন রোহিত শর্মাও। ভার🌳তের দুই ওপেনারকেই ফেরান কেশব মহারাজ। ভারতের দুই ওপেনার আউট হলেও ভারতের রানের গতি কিন্তু থামেনি। বরং বেড়েছে। কারণ তার পরেই শুরু হয় সূর্যকুমার যাদবের সাইক্লোন। তাঁকে যোগ্য সঙ্গত করেন বিরাট কোহলি। যার জেরে ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত।
আরও পড়ুন: অধিনায়ক ধাওয়ান, প্রথমবার স্কোয়াডে ডাক পেলেন র🍬জ🗹ত ও বাংলার মুকেশ
সূর্য অবশ্য তবে ২২ বলে ৬১ করে রান আউট হয়ে যান। তবে ইনিংস শেষ করে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ২৮ বলে অপরাজিত ৪৯ করেন বিরাট। আর ৭ বলে ঝড়ো ১৭ করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। যার জেরে ভারত এ দিন টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ স্কোর করে। ভারত এ দিন ৩ উইকেট হারিয়ে ২৩৭ রানের বিশাল স♈্কোর করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।